Daily Bangladesh Mirror

ঢাকা, শনিবার, এপ্রিল ১৯, ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

বিশ্ব

ট্রাম্পের প্রশাসনে ইলন মাস্ক ও রামাস্বামী হোয়াইট হাউজে পরামর্শক হিসেবে ঘোষণা

ডেস্ক রিপোর্ট:
৭ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫
# ফাইল ফটো



সদ্য নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইলন মাস্ককে তার নতুন প্রশাসনের ‘সরকারি দক্ষতা বিভাগের (ডিওজিই)’ প্রধান হিসেবে বেছে নিয়েছেন। খবর বিবিসির


মঙ্গলবার (১২ নভেম্বর) ট্রাম্প এক বিবৃতিতে এ ঘোষণা দেন।


বিবৃতিতে ট্রাম্প বলেন, স্পেসএক্স ও টেসলার প্রতিষ্ঠাতা ইলন মাস্ক এবং বায়োটেক বিনিয়োগকারী বিবেক রামাস্বামী একসঙ্গে আমলাতন্ত্র ‘উচ্ছেদে’ কাজ করবেন।

এই জুটি হোয়াইট হাউসে কীভাবে বড় আকারে কাঠামোগত সংস্কার আনা যায়, সে বিষয়ে ট্রাম্পকে পরামর্শও দেবেন।


এর আগে, ট্রাম্প ফক্স নিউজের উপস্থাপক পিট হেগসেথকে প্রতিরক্ষা সচিব হিসেবে এবং টেক্সাসের সাবেক কংগ্রেসম্যান ও ফেডারেল প্রসিকিউটর জন র‌্যাটক্লিফকে সিআইএ-এর প্রধান হিসেবে নিয়োগের ঘোষণা দেন।


উল্লেখ্য, ইলন মাস্ক যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের প্রচারণায় উল্লেখযোগ্য আর্থিক সহায়তা দিয়েছিলেন। অন্যদিকে রামাস্বামী এই বছরের শুরুর দিকে ট্রাম্পের বিপরীতে রিপাবলিকান প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।

৭ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন