কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বুদ্ধিবৃত্তিক সাংস্কৃতিক সংগঠন পাটাতনের উদ্যোগে ‘জুলাই বিপ্লব পরবর্তী নতুন বাংলাদেশ বিনির্মাণে ক্যাম্পাসের ভূমিকা’ শীর্ষক একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১১ ডিসেম্বর) বিকেল ৩টায় পাটাতনের সভাপতি মাসুম বিল্লাহর সঞ্চালনায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের ৪১১ নম্বর কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায়
উপস্থিত ছিলেন প্রত্নতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক মুতাসিম বিল্লাহ ও মাহমুদুল হাসান খাঁন। এছাড়া উপস্থিত ছিলেন আহত শিক্ষার্থীদের অভিভাবকগণ, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউট, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এ সময় জুলাই বিপ্লবে আহত শিক্ষার্থীরা তাদের স্মৃতিচারণ করেন।জুলাই বিপ্লবে আহত হয়ে ২৭ দিন আইসিইউতে থাকা এবং একটি চোখ হারানো মোহাম্মদ সাগর বলেন, “আমি কোটবাড়ি একটি ফার্মে কাজ করতাম। সকলের সঙ্গে আমিও আন্দোলনে যোগ দেই। আঠারো তারিখে গুলিবিদ্ধ এক বোনকে নিয়ে হাসপাতালে যাওয়ার পথে পুলিশ আমাকে গুলি করে। আমার অবস্থা দেখে পরিবার দাফনের প্রস্তুতি নিয়েছিল। সকলের দোয়ায় আজ আমি জীবিত। পাঁচটি অপারেশন হয়েছে, আরেকটি হবে। আমার মাথায় এখনো কিছু বুলেট রয়ে গেছে এবং একটি চোখ চিরতরে নষ্ট হয়ে গেছে।”
কুবি শিক্ষার্থী নয়ন স্মৃতিচারণ করে বলেন, “জুলাই আন্দোলনে কুমিল্লা বিশ্ববিদ্যালয় অগ্রণী ভূমিকা পালন করেছে। আমরা প্রথম রক্ত দিয়েছি। ১১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত সক্রিয়ভাবে অংশ নিই। একজন ভাই শহীদ হয়েছেন, আমি নিজেও আহত। আমাদের ত্যাগ বৃথা যায়নি, আমরা ফ্যাসিস্ট সরকারকে বিতাড়িত করেছি।”
প্রধান আলোচক মুতাসিম বিল্লাহ বলেন, “জুলাই বিপ্লব পরবর্তী বাংলাদেশ গড়তে হলে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার অধিকার নিশ্চিত করতে হবে। ক্যাম্পাসে সকল ধর্ম ও বর্ণের মানুষের ঐক্য গড়ে তুলতে হবে। তাদের সমস্যাগুলো শুনে ঐক্যমতের বিষয়গুলো নিয়ে কাজ করলে আমরা ক্যাম্পাসে একটি বিপ্লবী পরিবেশ আনতে পারব। আমাদের শিক্ষা প্রতিষ্ঠানই আগামী দিনের নেতা তৈরি করবে।”
সভাপতির বক্তব্যে মাসুম বিল্লাহ বলেন, “জুলাই বিপ্লবে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অবদান জাতীয় পর্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তবে ৫ আগস্ট পরবর্তী সময়ে শহীদদের স্মরণে গঠনমূলক কোনো কাজ হয়নি। শহীদ আব্দুল কাইয়ুমসহ গুরুতর আহতদের স্মরণে এই আয়োজন। এ ধরনের আয়োজন যত বেশি হবে, ততই আমরা মানসিক শক্তি অর্জন করব এবং শহীদদের অবদান চিরকাল স্মরণীয় হয়ে থাকবে।”
৮ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫