Daily Bangladesh Mirror

ঢাকা, সোমবার, জুলাই ২১, ২০২৫, ৬ শ্রাবণ ১৪৩২

শিক্ষা

জুলাই শহীদদের স্মরণে কুবির বিজয় ২৪ হলে বৃক্ষরোপণ কর্মসূচি

কুবি প্রতিনিধি:
১২ ঘন্টা আগে সোমবার, জুলাই ২১, ২০২৫
# ফাইল ফটো


কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বিজয় ২৪ হলের উদ্যোগে ২০২৪ সালের ‘জুলাই আন্দোলন’-এ শহীদদের স্মরণে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।


এসময় বিজয় ২৪ হলের আবাসিক শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন প্রজাতির ৩৬টি গাছ রোপণ করা হয়। ফলজ গাছকেই এই কর্মসূচিতে অগ্রাধিকার দেওয়া হয়েছে, যাতে শিক্ষার্থীরা ভবিষ্যতে ছায়া ও ফল—দু’টিই পায়।


আজ সোমবার (২১ জুলাই) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়

ক্যাম্পাসে এই কর্মসূচি পালিত হয়। বিজয় ২৪ হলের প্রভোস্ট ড. মাহমুদুল হাছান খান এর তত্ত্বাবধানে এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান ও প্রক্টর অধ্যাপক ড. আবদুল হাকিম। 


এসময় কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান বলেন, “আমরা অত্যন্ত আনন্দিত ও খুশি যে কুমিল্লা বিশ্ববিদ্যালয় পরিবার জুলাই চেতনাকে ধারণ করে যে কর্মসূচি নিয়েছে, তারই অংশ হিসেবে হল কর্তৃপক্ষ যে উদ্যোগ নিয়েছে, সেজন্য হল প্রভোস্ট মহোদয়কে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের ছাত্ররা যারা সহযোগিতা করছে, তাদের সকলকেই ধন্যবাদ জানাচ্ছি। আমরা জানি যে, গাছ লাগানো একটা বড় ইবাদত। এ ইবাদতের মাধ্যমে আমরা নতুন প্রজন্মের জন্য কিছু করার একটা স্পৃহা পাই। আমরা আশা করবো, হলের সকল ছাত্ররা এই গাছগুলো রক্ষণাবেক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।”


বিজয় ২৪ হলের প্রভোস্ট ড. মোহাম্মদ মাহমুদুল হাছান খান বলেন, “৩৬-এর জুলাই উপলক্ষে বিজয় ২৪ হল কর্তৃপক্ষ ৩৬টি বৃক্ষরোপণ করবে। এক্ষেত্রে আমরা ফলজ গাছ বেশি রোপণ করব, যাতে শিক্ষার্থীরা ছায়া পায় এবং ফলও খেতে পারে। পাশাপাশি, জুলাই স্মৃতিকে কেন্দ্র করে বিজয় ২৪ হলের পক্ষ থেকে একটি বিশেষ অনুষ্ঠান আয়োজন করা হবে, যাতে আহত যোদ্ধাদের সম্মাননা প্রদান করা হবে।”

১২ ঘন্টা আগে সোমবার, জুলাই ২১, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন