Daily Bangladesh Mirror

ঢাকা, শনিবার, এপ্রিল ১৯, ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

শিক্ষা

কুবি প্রত্নতত্ত্ব বিভাগের অ্যালামনাই এসোসিয়েশন গঠিত

কুবি প্রতিনিধি:
১ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫
# ফাইল ফটো




কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) প্রত্নতত্ত্ব বিভাগের অ্যালামনাই এসোসিয়েশন গঠিত হয়েছে। গত শনিবার (১৬ নভেম্বর) প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।



এতে আহ্বায়ক হয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের ১ম ব্যাচের শিক্ষার্থী আবুল কালাম, সদস্য সচিব হিসেবে আছেন প্রত্নতত্ত্ব বিভাগের ২য় ব্যাচের শিক্ষার্থী আব্দুর রহিম এবং যুগ্ম আহবায়ক হিসেবে

আছেন মোঃ নাজমুল হাসান।



এছাড়াও ১৪ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির অন্যান্য সদস্যরা হলেন, মোঃ শফিকুল ইসলাম, মোঃ মাহমুদুর রহমান, মোঃ খালেদ মোর্শেদ, মোঃ মুশফিকুর রহমান খান, মোঃ মোশাররফ হোসাইন, মোতাসিম বিল্লাহ রিফাত, নাজমুল আলম হৃদয়, জিয়াউল হক উজ্জ্বল, সেলিম আহমেদ, মোঃ রায়হান আকন্দ, ওয়াসিম খান।


অ্যালামনাই এসোসিয়েশনের আহ্বায়ক আবুল কালাম জানান,"প্রাচীন ও আধুনিক বাংলার বিদ্যা চর্চার অন্যতম গুরুত্বপূর্ণ লালমাই-ময়নামতি অঞ্চলে প্রতিষ্ঠিত কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের প্রথম ব্যাচের একজন শিক্ষার্থী (বর্তমানে যুক্তরাজ্যে অধ্যয়নরত) হিসাবে নিজেকে অতীব ভাগ্যবান বলে বিবেচনা করি। প্রিয় এই প্রত্ন-পরিবারের এলামনাই এসোসিয়েশনের আহব্বায়ক হিসাবে আমাকে নির্বাচিত করায় সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক  কৃতজ্ঞতা ও দোয়া প্রার্থী। পাশাপাশি এই এসোসিয়েশনের অন্যান্য নির্বাচিত সদস্যবৃন্দকে নিয়ে প্রত্ন-পরিবারের বর্তমান ও ভবিষ্যৎ এলামনাইবৃন্দের বন্ধন সৃষ্টিকারী সেতু হিসাবে কাজ করে যাবার আশাবাদ ব্যক্ত করি।পরিশেষে বলি, ভ্রাতৃত্ব বন্ধনে সফল্যের আলোক সাজে সৃজিত হোক আমাদের আগামীর পথচলা। বেঁচে থাকুক ভালোবাসা গড়ে উঠুক  আত্মিক বন্ধন, জয় হোক প্রত্নতত্ত্বের।"


এবং সদস্য সচিব আব্দুর রহিম জানান,"অতিত মানুষের ইতিহাস ঐতিহ্য এবং সংস্কৃতিতে বস্তুগত উপাদানের ভিত্তিতে অনুসন্ধান , সংরক্ষণ এবং ভবিষ্যৎ দেশ সংস্কৃতি এবং প্রজন্মের কাছে উপস্থানের লক্ষ্যে ২০১৩ সালে প্রত্নতত্ত্ব বিভাগের প্রচলন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে। সেই ধারাবাহিকতায় শিক্ষা সংস্কৃতি এবং পাঠদানকে আরও বেশি বেগবান ,সকল প্রাক্তন শিক্ষার্থীদের প্লাটফর্ম নিশ্চিত এবং বিশ্ববিদ্যালয় তথা প্রত্নতত্ত্ব বিভাগের একজন অংশীজন হওয়ার প্রত্যয়ে প্রত্নতত্ত্ব বিভাগ এ্যালামনাই এসোসিয়েশন গঠনের উদ্যোগ গ্রহণ করে। আমি আশা করছি সংগঠনের গঠনতন্ত্র মোতাবেক সংগঠনের দায়িত্বপ্রাপ্ত এবং অন্যান্যরা কার্যক্রম পরিচালনা করবেন, এবং বিশ্ববিদ্যালয় কিংবা ডিপার্ট্মেন্টের সার্বিক উন্নয়নে অংশী হবেন।"

১ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন