Daily Bangladesh Mirror

ঢাকা, শনিবার, এপ্রিল ১৯, ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

শিক্ষা

২০২৫ সালে যেভাবে অনুষ্ঠিত হবে এসএসসি ও এইচএসসি পরীক্ষা

ডেস্ক রিপোর্ট:
১৮ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫
# ফাইল ফটো



আগামী বছর ২০২৫ সালের এসএসসি ও সমমান পরীক্ষা এপ্রিল মাসের মাঝামাঝি সময়ে অনুষ্ঠিত হবে, আর এইচএসসি ও সমমান পরীক্ষা জুন মাসের শেষের দিকে নেওয়া হবে। এই দুটি বড় পাবলিক পরীক্ষা সম্পূর্ণ নম্বর এবং পূর্ণ সময়ে নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষা বোর্ড কর্মকর্তারা।


আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার জানান,

"চলতি বছরের মতো ২০২৫ সালেও এসএসসি ও সমমান পরীক্ষা সম্পূর্ণ সিলেবাসে অনুষ্ঠিত হবে। সব বিষয়ে পূর্ণ নম্বর এবং পূর্ণ সময়ে এ পরীক্ষা নেওয়া হবে। ঈদুল ফিতরের পর এপ্রিল মাসের মাঝামাঝি সময়ে এ পরীক্ষার প্রস্তুতি নেওয়া হচ্ছে।"


এসএসসি পরীক্ষার ফরম পূরণ শুরু হবে আগামী ১ ডিসেম্বর থেকে। তাই ২৭ নভেম্বরের মধ্যে মাধ্যমিক পর্যায়ের স্কুলগুলোকে এসএসসি নির্বাচনি বা টেস্ট পরীক্ষার ফল প্রকাশ করতে বলা হয়েছে।


তপন কুমার সরকার আরও জানান, এসএসসি পরীক্ষার প্রায় দুই মাস পর, জুন মাসের শেষের দিকে উচ্চ মাধ্যমিক ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত হবে।


তিনি বলেন, "২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা ২০২৩ সালের সংক্ষিপ্ত বা পুনর্বিন্যাসকৃত সিলেবাসে সম্পূর্ণ নম্বর ও সময়ে নেওয়া হবে।"


এ বিষয়ে আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক উপকমিটির আহ্বায়ক এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক আবুল বাশারও একই তথ্য নিশ্চিত করেছেন।


সাধারণত, এসএসসি ও এইচএসসি পরীক্ষায় প্রতিটি বিষয়ে বা পত্রে তিন ঘণ্টার পরীক্ষা অনুষ্ঠিত হয়। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) নম্বর বিভাজন অনুযায়ী, প্রতিটি পত্রে ১০০ নম্বরের পরীক্ষা নেওয়া হবে।


বাংলা, অর্থনীতি, হিসাববিজ্ঞান বা ইসলামের ইতিহাসের মতো তত্ত্বীয় বিষয়গুলোর প্রতিটি পত্রে ৩০ নম্বরের বহুনির্বাচনি এবং ৭০ নম্বরের সৃজনশীল প্রশ্ন থাকবে। তবে ইংরেজির প্রতিটি পত্রে পুরো ১০০ নম্বরের সৃজনশীল প্রশ্ন থাকবে।


পদার্থবিজ্ঞান, রসায়ন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বা ভূগোলের মতো ব্যবহারিক বিষয়গুলোর প্রতিটি পত্রে ২৫ নম্বরের ব্যবহারিক এবং ৭৫ নম্বরের তত্ত্বীয় পরীক্ষা থাকবে। এসব বিষয়ের তত্ত্বীয় অংশে ২৫ নম্বরের বহুনির্বাচনি এবং ৫০ নম্বরের সৃজনশীল প্রশ্ন থাকবে।


মোট তিন ঘণ্টার মধ্যে প্রথম ৩০ মিনিটে বহুনির্বাচনি প্রশ্নের উত্তর দিতে হবে। আর বাকি ২ ঘণ্টা ৩০ মিনিট সৃজনশীল প্রশ্নের উত্তর দেওয়ার জন্য বরাদ্দ থাকবে।

১৮ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন