Daily Bangladesh Mirror

ঢাকা, শনিবার, এপ্রিল ১৯, ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

শিক্ষা

১৩ ধাপ এগিয়ে দশম স্থানে রয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়

ডেস্ক রিপোর্ট:
২২ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫
# ফাইল ফটো

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) ২০২২-২৩ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) মূল্যায়নে ১৩ ধাপ এগিয়ে দশম স্থানে রয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি)। গত বছর বিশ্ববিদ্যালয়টির অবস্থান ছিল ২৩তম। দেশের ৪৬টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে বিভিন্ন ধাপে ছয়টি বিষয়ে স্কোরিংয়ের মাধ্যমে এ তালিকা প্রকাশ করে ইউজিসি।

আজ বৃহস্পতিবার ইউজিসির সচিব ড. ফেরদৌস জামান

স্বাক্ষরিত এক তালিকা থেকে বিষয়টি জানা যায়।

তালিকায় দেখা যায়, ২০২২-২৩ অর্থবছরে ইউজিসির এপিএ মূল্যায়নে ১০০ নম্বরের মধ্যে ৮৯.৫০ পেয়েছে কুবি। যা গতবছর ছিল ৬৯.৯৪।

উল্লেখ্য, এপিএ’র মাধ্যমে কোনো প্রতিষ্ঠানের সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিতকরণে প্রাতিষ্ঠানিক সক্ষমতার উন্নয়ন, সকলস্তরের কার্যক্রমে স্বচ্ছতা নির্ধারণ এবং সরকার ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা-২০৩০ ও রূপকল্প-২০৪১ বাস্তবায়নে বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়। ২০১৫-১৬ অর্থবছর থেকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে ইউজিসি’র এপিএ স্বাক্ষর হয়। এরই ধারাবাহিকতায় ২০১৬-১৭ অর্থবছর থেকে ইউজিসি তার আওতাধীন সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের সঙ্গে এই চুক্তি স্বাক্ষর করে এবং সে মোতাবেক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে।

২২ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন