Daily Bangladesh Mirror

ঢাকা, রবিবার, জুলাই ২০, ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২

শিক্ষা

কুবি শিক্ষক শাহ একলিমুর রেজার ২য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে শোকসভা ও দোয়া মাহফিল

কুবি প্রতিনিধি:
৫ ঘন্টা আগে রবিবার, জুলাই ২০, ২০২৫
# ফাইল ফটো



কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) পরিসংখ্যান বিভাগের সহকারী অধ্যাপক শাহ একলিমুর রেজার ২য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 


রবিবার (২০ জুলাই) কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের কনফারেন্স রুমে এ শোকসভা ও দোয়া মাহফিলটি অনুষ্ঠিত হয়। 


মৃত্যু বার্ষিকীর শোকসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের

উপাচার্য অধ্যাপক ড. হায়দার আলী, বিশেষ অতিথি হিসেবে ছিলেম উপ-উপাচার্য অধ্যাপক ড. মাসুদা কামাল, বিজ্ঞান অনুষদের ডিন ড. প্রতীপ দেবনাথ, প্রক্টর অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল হাকিম,  পরিসংখ্যান বিভাগের সভাপতি অধ্যাপক ড. দুলাল চন্দ্র নন্দী । এছাড়াও বিভাগের শিক্ষকবৃন্দ ও সকল ব্যাচের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন৷ 


এসময় পরিসংখ্যান বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা বিভিন্ন স্মৃতিচারণ করেন।  


পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. দুলাল চন্দ্র নন্দী বলেন, "শাহ একলিমুর রেজার দ্বিতীয় মৃত্যু বার্ষিকী আজ। শিক্ষকতার খুব কম সময়েই তিনি শিক্ষার্থীদের মাঝে একটি অবস্থান করে নিতে পেরেছেন। শিক্ষার্থীদের মাঝে যেমন অবস্থান করে নিতে পেরেছেন  পাশাপাশি তিনি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে  পরিসংখ্যান সম্পর্কিত বিভিন্ন সফটওয়্যারের নিয়ে আলোচনার মাধ্যমে অবদান রেখেছেন। আমরা একদম অকালেই ওনাকে হারিয়ে ফেলেছি। 


উপ-উপাচার্য অধ্যাপক ড. মাসুদা কামাল বলেন , "আসলে মৃত্যুটাই সত্যি আর বেচে থাকাটা এক্সিডেন্ট।  শাহ একলিমুর রেজার এই মৃত্যু বার্ষিকীতে আমরা তাকে স্মরণ করছি ও তার আত্মার মাগফিরাত কামনা করছি।


উপাচার্য অধ্যাপক ড. হায়দার আলী বলেন, " পরিসংখ্যান বিভাগ  শাহ একলিমুর রেজা স্যারকে অত্যন্ত ভালবাসে যা আমি গতবারও দেখেছি। আমি ওনার আত্মার মাগফিরাত কামনা করছি। শোকসভায় উপাচার্য আরো বলেন, প্রত্যেক শিক্ষক একজন আলোক বর্তিকা। বিভাগের মূল ড্রাইভ হলো শিক্ষকরা। শিক্ষকদের ভেতরে সমাজিক ও রাজনৈতিক মতবিরোধ থাকতে পারে কিন্তু একাডেমিক কর্যক্রমে সকল শিক্ষক এক। এটাই শিক্ষকদের বৈশিষ্ট্য। একাডেমিক শৃঙ্খলার ক্ষেত্রে সকল শিক্ষকরা এক"


উল্লেখ্য, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) পরিসংখ্যান বিভাগের সহকারী অধ্যাপক শাহ একলিমুর রেজা ২০২৩ সালের ২০ জুলাই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।

৫ ঘন্টা আগে রবিবার, জুলাই ২০, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন