Daily Bangladesh Mirror

ঢাকা, সোমবার, জুলাই ২১, ২০২৫, ৬ শ্রাবণ ১৪৩২

শিক্ষা

কুবিতে অনুষ্ঠিত হলো বাংলাদেশ অ্যাস্ট্রো-অলিম্পিয়াডের কুমিল্লা জেলা পর্ব

কুবি প্রতিনিধি:
১২ ঘন্টা আগে সোমবার, জুলাই ২১, ২০২৫
# ফাইল ফটো



কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) অনুষ্ঠিত হলো ‘২০তম বাংলাদেশ অ্যাস্ট্রো-অলিম্পিয়াড ২০২৫’-এর কুমিল্লা জেলা পর্ব।


সোমবার (২১ জুলাই) বিকাল ২টা ১৫ মিনিট থেকে সন্ধ্যা ৫টা ৩০ মিনিট পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের চারটি অনুষদের কনফারেন্স রুমে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।


বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশন এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাবের যৌথ আয়োজনে

দিনব্যাপী এই আয়োজনে কুমিল্লা অঞ্চলের স্কুল ও কলেজ পর্যায়ের দুই শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।


প্রতিযোগিতায় ১৪–১৫ বছর বয়সীদের জুনিয়র এবং ১৬–১৮ বছর বয়সীদের সিনিয়র, এই দুই গ্রুপে ভাগ করে পরীক্ষা নেওয়া হয়। বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীরা এতে অংশগ্রহণ করতে পারেনি।


এ প্রতিযোগিতা থেকে নির্বাচিতরা আগামী ২৬ জুলাই ঢাকার ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে অনুষ্ঠিতব্য জাতীয় পর্বে অংশগ্রহণের সুযোগ পাবে। 


সেরা ১০ প্রতিযোগীর জন্য থাকছে আকর্ষণীয় নগদ অর্থ পুরস্কার, ১ম স্থান: ১৫,০০০ টাকা, ২য় স্থান: ১০,০০০ টাকা, ৩য় থেকে ৫ম স্থান: ৫,০০০ টাকা এবং ৬ষ্ঠ থেকে ১০ম স্থান: ১,০০০ টাকা করে। ক্লোজড ক্যাম্পে অংশগ্রহণকারী সবাই পাবেন সার্টিফিকেট এবং আন্তর্জাতিক অ্যাস্ট্রো-অলিম্পিয়াডের (IAO, WAO, APAO) জন্য বিবেচিত হবেন।


সায়েন্স ক্লাবের সাধারণ সম্পাদক আজহারউদ্দীন বলেন, “এই আয়োজন কুমিল্লা অঞ্চলের শিক্ষার্থীদের মাঝে জ্যোতির্বিজ্ঞান বিষয়ে নতুন আগ্রহ সৃষ্টি করবে।”


ক্লাবের সভাপতি জনি সরকার বলেন, “এই অলিম্পিয়াড শুধু একটি প্রতিযোগিতা নয়, বরং এটি কুমিল্লার শিক্ষার্থীদের জন্য সম্ভাবনার এক নতুন জানালা। এখান থেকেই ভবিষ্যতের বিজ্ঞানী তৈরি হবে বলে আমরা আশাবাদী।”


অনুষ্ঠানের প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. হায়দার আলী বলেন,“কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে অ্যাস্ট্রো-অলিম্পিয়াড আয়োজন করায় সাইন্স ক্লাবের সকল সদস্যকে আন্তরিক অভিনন্দন জানাই। মহাকাশবিজ্ঞান বা অ্যাস্ট্রোনমি, পদার্থবিজ্ঞানের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ শাখা, যেখানে রয়েছে অপার বিস্ময়, জটিল গণিত, আর গভীর চিন্তা বিষয়।  কসমোলজি যত পাঠ করবে, স্রষ্টা সম্পর্কে তত বেশি জানতে পারবে। আমি বিশ্বাস করি, আজ যারা এই অলিম্পিয়াডে অংশ নিচ্ছে, তাদের মধ্য থেকেই কেউ কেউ একদিন আন্তর্জাতিক পরিমন্ডলে দেশের মুখ উজ্জ্বল করবে। সকল অংশগ্রহণকারী ও আয়োজকদের জন্য রইল শুভকামনা।”


উল্লেখ্য,২৯ ও ৩০ জুলাই ঢাকায় আয়োজিত ক্লোজড ক্যাম্পের মাধ্যমে চূড়ান্ত বিজয়ীদের নির্বাচন করা হবে।

১২ ঘন্টা আগে সোমবার, জুলাই ২১, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন