Daily Bangladesh Mirror

ঢাকা, মঙ্গলবার, জুলাই ২২, ২০২৫, ৭ শ্রাবণ ১৪৩২

শিক্ষা

যৌন নিপীড়ন ও হয়রানির অভিযোগে নোবিপ্রবির সহকারী অধ্যাপককে পদাবনতি

আব্দুল্লাহ আল নাঈম, নোবিপ্রবি :
১১ দিন আগে মঙ্গলবার, জুলাই ২২, ২০২৫
# ফাইল ফটো


মোঃ আবদুল্লাহ আল নাঈম, নোবিপ্রবি :

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ( নোবিপ্রবি)   শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক এস এম মুশফিকুর রহমান আশিকের বিরুদ্ধে যৌন নিপীড়ন ও হয়রানির অভিযোগ সুস্পষ্টভাবে প্রমাণিত হওয়ায় আগামী ৫ বছরের জন্য সহকারী অধ্যাপক থেকে প্রভাষক পদে পদাবনতি দেওয়া হয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে বেশ কিছু শাস্তি মূলক ব্যবস্থা নেয়া হয়েছে।

বৃহস্পতিবার

(৯ ফেব্রুয়ারী) এক অফিস আদেশের মাধ্যমে এ তথ্য জানানো হয়। অফিস আদেশে বলা হয়, ২৮ জানুয়ারি ২০২৩ রিজেন্ট বোর্ডের আলোচ্যসূচী-২৫ এর সিদ্ধান্তক্রমে জানানো যাচ্ছে যে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষা বিভাগের ২০১৭-১৮ শিক্ষা বর্ষের ৯ জন নারী শিক্ষার্থী কতৃক একই বিভাগের সহকারী অধ্যাপক এস এম মুশফিকুর রহমান আশিক এর রিরুদ্ধে যৌন হয়রানিমূলক আচরণ সংক্রান্ত যে অভিযোগ দায়ের করে তা বিশ্ববিদ্যালয়ের যৌন হয়রানি ও নিপীড়ন নিরোধ সেলের নিকট সুস্পষ্টভাবে প্রমাণিত হওয়ায় ও তার অপরাধের মাত্রা বিবেচনা করে ও সংশ্লিষ্ট কমিটির রিপোর্টের আলোকে রিজেন্ট বোর্ড তাকে নিম্নোক্ত শাস্তি প্রদান করেন।

শাস্তি সমূহ হলো-
১. আগামী পাঁচ বছরের জন্য সহকারী অধ্যাপক থেকে প্রভাষক পদে পদাবনতি।
২. ভবিষ্যতে তার বিরুদ্ধে এ ধরনের অভিযোগ উত্থাপিত হলে স্থায়ীভাবে চাকরিচ্যুত করা হবে।
৩.এ সময়ে তিনি প্রমোশনের/আপগ্রেডেশনের কোন আবেদন করতে পারবেন না এবং শিক্ষা ছুটিতে যেতে পারবেন না।
৪.বিভাগের বর্তমানের যে সকল ব্যাচ তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে উক্ত ব্যাচসমূহের সকল একাডেমিক(ক্লাস ও পরীক্ষা) ও সকল প্রশাসনিক কাজে অংশ নিতে পারবেন না।
৫.বিভাগের নতুন ব্যাচে ক্লাস ও পরীক্ষার কাজে অংশ নিতে পারবেন তবে তার ক্লাস কার্যক্রম বিভাগীয় চেয়ারম্যান নিবিড় পর্যবেক্ষন করবেন।

উল্লেখ্য, ২৮ জানুয়ারি ২০২৩ ইং তারিখে অনুষ্ঠিত ৫৬তম রিজেন্ট বোর্ডের সভায় তাকে শাস্তি প্রদানের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।

১১ দিন আগে মঙ্গলবার, জুলাই ২২, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন