Daily Bangladesh Mirror

ঢাকা, শনিবার, এপ্রিল ১৯, ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

শিক্ষা

হতাশাগ্রস্ত হয়ে চবি শিক্ষার্থীর আত্মহত্যা!

আহমেদ হানিফ:
১১ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫
# ফাইল ফটো

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) এর ব্যবসায় প্রশাসন অনুষদের ম্যানেজমেন্ট বিভাগের ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে।

শনিবার (৮ই এপ্রিল) শামসুন্নাহার আবাসিক হলের  রুকাইয়া সুলতানা রুকু(২২) নামের শিক্ষার্থীটি গলার ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করে। পরে খবর পেয়ে সহপাঠীরা চট্টগ্রাম মেডিকেল (চমেক) হাসপাতালে নিয়ে গেলে  কর্তব্যরত চিকিৎসক শিক্ষার্থীকে মৃত ঘোষণা

করেন।

মেয়েটি  চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়(চবি)শামসুন্নাহার আবাসিক হলের ২১০ নম্বর কক্ষে থাকতো।

 মেয়েটির  স্বজন ও নিকটস্থ সহপাঠীদের বরাতে জানা যায়, একাডেমিক পরীক্ষা জটিলতার কারণে হতাশাগ্রস্ত হয়ে  আত্মহত্যা করেছে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে।

বিশ্ববিদ্যালয় প্রক্টর ড. মোহাম্মদ নুরুল আজিম সিকদার জানান,  কি কারণে আত্মহত্যা করেছেন তা এখনও জানতে পারিনি। 

১১ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন