কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) আগামী ২০ ডিসেম্বর থেকে ২৮ ডিসেম্বর পর্যন্ত শীতকালীন ছুটিতে যাচ্ছে। এই আট দিনের ছুটির সময় বিশ্ববিদ্যালয়ের সব ধরনের প্রশাসনিক ও অ্যাকাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে। তবে শিক্ষার্থীদের জন্য আবাসিক হলগুলো খোলা থাকবে।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মজিবর রহমান মজুমদার।
রেজিস্ট্রার
মো. মুজিবর রহমান মজুমদার বলেন, ‘কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শীতকালীন ছুটি আগামী ২০ ডিসেম্বর থেকে ২৮ ডিসেম্বর পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। এ সময় অ্যাকাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে তবে হল গুলো খোলা থাকবে।’১ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫