Daily Bangladesh Mirror

ঢাকা, শনিবার, এপ্রিল ১৯, ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

শিক্ষা

ইংরেজি বিভাগের আনন্দ-বিষাদের এক দিন

কুবি প্রতিনিধি:
১৬ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫
# ফাইল ফটো



একদিকে বিদায়ের সুর, অন্যদিকে আগমনের বার্তা। এ যেন অন্যরকম অনুভূতি। উপলক্ষ্য কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ‘নবীনবরণ ও বিদায় সংবর্ধনা’। দিনটি যেমন নতুন শিক্ষার্থীদের জন্য আনন্দের, তেমনই বিদায়ী ব্যাচের জন্য বিষাদের। জীবনের সেরা সময়গুলো কাটানো প্রিয় বিভাগের সঙ্গে আনুষ্ঠানিকভাবে বিদায় নিতে হলো তাদের। কর্ম জীবনে প্রবেশের মধ্যদিয়ে শুরু হবে জীবনের এক নতুন অধ্যায়। 

 


ক্যাম্পাস সংলগ্ন পাহাড়ি বনঘেরা একটি রিসোর্টে বর্ণাঢ্য এ আয়োজনে বর্ণিল রূপে সেজেছিল ইংরেজি  বিভাগ। এদিকে অনুজদের বরণ করে নিতে ও অগ্রজদের বিদায় জানাতে বিভাগের শিক্ষক শিক্ষার্থীদের আন্তরিকতার কমতি ছিল না। সোমবার  সকাল সাড়ে ১০টা থেকেই শুরু হয় অনুষ্ঠানের নানা আনুষ্ঠানিকতা। 


এই দিন হই হুল্লোড়ে মেতে উঠেছিলেন সবাই। দিনব্যাপী আলোচনা সভা, নবীন শিক্ষার্থীদের বরণ, পুরোনো শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে মেতেছিলেন সবাই। সন্ধ্যা পেরিয়ে চলে নাচ, গান আর আড্ডা।


শিক্ষক ও অতিথিদের আসন গ্রহণের পর প্রথমেই সাহিত্যের ভুবনে নবীন শিক্ষার্থীদের বরণ করে নেয়ার পালা। এ পর্যায়ে বিভাগের শিক্ষকরা সাহিত্য বই উপহারের মাধ্যমে নবীনদের বিভাগে বরন করে নেয়। এ সময় নতুনদের চোখে ফুটে ওঠে আলোক দীপ্ত আভা। নবীনদের বরণের পর প্রবীণদের বিদায়ের পালা। দীর্ঘ সম্পর্কের ইতি ঘটবে আজকে। এই মুহূর্তটি তৈরি করেছিল এক আবেগঘন পরিবেশ। টিশার্ট ও ক্রেস্ট প্রদানের মাধ্যমে প্রবীণদের বিদায় জানানো হয়।


তবে বিদায় বেলায় অনুজদের ভালোবাসায় সিক্ত বিদায়ী ব্যাচের শিক্ষার্থীরা। নিজেদের অনুভূতি প্রকাশ করতে গিয়ে তারা বলেন, এতদিন প্রিয় জুনিয়রদের অফুরান ভালোবাসা পেয়েছি। আজ বিদায় বেলায় তাদের সেই ভালোবাসার বিস্ফোরণ অনুভব করলাম। যেখানেই থাকি প্রিয় এ বিভাগকে মিস করবো।


ফেলে আসা দিনগুলোতে ফিরে যাবার আকুতি নিয়ে বিদায়ী ব্যাচের শিক্ষার্থী নয়ন বলেন, বিশ্ববিদ্যালয় জীবনে বেশি সময় কেটেছে বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে দিতে। শিক্ষকদের সাথে কেটেছে ভালো একটা সময়। দীর্ঘ এই সময়টা কত দ্রুত শেষ হয়ে গেলো। আজ আমরাও প্রাক্তনের খাতায় নাম লিখাচ্ছি। কিন্তু  এতো এতো স্মৃতি ভুলে যাবার নয়। আজ এ মুহূর্তে এসে মনে হচ্ছে আবার যদি ফিরে পেতাম সে সময়গুলো মনপ্রাণ দিয়ে ক্লাসেই কাটিয়ে দিতাম দিব্যি। 


মধ্যাহ্ন ভোজের পর সবাই কিছুটা ঝিমিয়ে পড়লেও বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান সবাইকে আবারও চাঙা করে তোলে। বিকাল ৩ থেকে একের পর এক মনোমুগ্ধকর পরিবেশনা বিমোহিত করে উপস্থিত সবাইকে। গান, নাচ, কবিতা ও রম্য কৌতুকসহ নানা পরিবেশনায় মেতে ছিলেন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা।


পশ্চিম আকাশে সূর্য যখন ডুবি ডুবি, তখন পাহাড়ের কোল ঘেঁষে বেজে উঠে সুরের মূর্ছনা। স্টোন ব্যান্ডের একের পর এক গানের জোয়ারে উন্মাতাল আঙিনা। তবে একসময় ভাঙলো সে খেলাঘর। যেতে নাহি দিব হায়, তবু যেতে দিতে হয়, তবু চলে যায়। এ বিদায় শেষ বিদায় নয়।

১৬ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন