কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) শিক্ষার্থীদের পেশাগত দক্ষতা বৃদ্ধি ও ক্যারিয়ার সচেতনতা তৈরি করার লক্ষ্যে প্রথমবারের মতো আয়োজিত হয়েছে ‘ক্যারিয়ার বিফোর ডিগ্রি’ শীর্ষক সেমিনার।
২০ নভেম্বর (বৃহস্পতিবার) সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের হল রুমে অনুষ্ঠিত হয়। সেমিনারে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের
সার্বিক সহযোগিতায় ছিল মেক্সেমি, বিডিএপস এবং রোটারেক্ট ক্লাব অব কুমিল্লা ইউনিভার্সিটি।অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেক্সেমির প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসান, ভয়েস অব ঢাকার প্রতিষ্ঠাতা রওশন তাইয়িন, গ্রাফিক ডিজাইনার ও ক্রিয়েটিভ ভিজুয়াল স্ট্র্যাটেজিস্ট ফজলে রাব্বি সরকার, মিয়াকির হেড অব ম্যানেজড সার্ভিস মো. আলতামিশ নাবিল, মিয়াকির বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার মোহাম্মদ আরিফ হাসান, এনএসডিএ লেভেল-৬ সার্টিফাইড ট্রেইনার ও আইসিটি মন্ত্রণালয়ের লিড ট্রেইনার ডিজিটাল মার্কেটিং আশাকুল ইসলাম তানজিল, মেক্সেমির অপারেশন অফিসার সাইফুল ইসলাম এবং বিডিএপস ন্যাশনাল অ্যাপস্টোর প্রজেক্টের শাহেদ সাদ উল্লাহ।
বক্তারা উদ্যোক্তার মানসিকতা, ডিজিটাল ও ক্রিয়েটিভ স্কিল, ক্যারিয়ার উন্নয়ন, অ্যাপ মনেটাইজেশনসহ সমসাময়িক বাজারে প্রয়োজনীয় পেশাগত দক্ষতা নিয়ে বিভিন্ন দিক তুলে ধরেন। পাশাপাশি শিক্ষার্থীদের হাতে-কলমে কনটেন্ট ক্রিয়েশন, ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক ডিজাইন, ভিডিও এডিটিং ও অ্যাপ ডেভেলপমেন্ট বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়, যা ভবিষ্যৎ ক্যারিয়ার গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানান তারা।
অনুষ্ঠানের আয়োজক মো. রিদওয়ানুল ইসলাম বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষ থেকেই শিক্ষার্থীরা কীভাবে ডিগ্রির আগেই দক্ষতা অর্জন করে উপার্জনের সুযোগ তৈরি করতে পারে, সেটি মাথায় রেখেই এই আয়োজন। তিনি বলেন, “টিউশন ছাড়াও শিক্ষার্থীরা যেন ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক ডিজাইন, কনটেন্ট ক্রিয়েশনসহ ইমার্জিং স্কিলগুলো সম্পর্কে প্রপার গাইডলাইন পায়, সেই লক্ষ্যেই আমাদের প্রোগ্রামটি ডিজাইন করা হয়েছে।”
২৪ দিন আগে রবিবার, ডিসেম্বর ১৪, ২০২৫
