Daily Bangladesh Mirror

ঢাকা, রবিবার, জুলাই ২০, ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২

শিক্ষা

৪৪তম বিসিএসে প্রশাসন ক্যাডারে প্রথম মাভাবিপ্রবির ফরহাদ হোসেন

আতিক মাহবুব তানজিম, মাভাবিপ্রবি:
১৯ দিন আগে রবিবার, জুলাই ২০, ২০২৫
# ফাইল ফটো





গতকাল (সোমবার) ৩০জুন রাতে পিএসসির ওয়েবসাইটে এই ফল প্রকাশ করা হয়। এতে ১ হাজার ৬৯০ জনকে নিয়োগের জন্য সুপারিশ করা হয়।


পিএসসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে, ১ হাজার ৭১০টি ক্যাডার পদে নিয়োগের জন্য ২০২১ সালের ৩০ নভেম্বর ৪৪তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। এতে আবেদন করেন প্রায় তিন লাখ ৫০ হাজার প্রার্থী। প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হন ১৫ হাজার ৭০৮ জন। এরপর লিখিত পরীক্ষায়

উত্তীর্ণ হন প্রায় চার হাজার পরীক্ষার্থী।


প্রশাসন ক্যাডারে সারাদেশে প্রথম মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের  টেক্সটাইল বিভাগের দশম ব্যাচের ছাত্র ফরহাদ হোসেন।  মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দেশের দ্বিতীয় বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। প্রতিবছর বিসিএস ক্যাডারে অনেকে সুপারিশ প্রাপ্ত হলেও এবার প্রথম  মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে সারা দেশে প্রথম হলেন ফরহাদ হোসেন। 

তাছাড়া বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে সর্বমোট ৭ জন সুপারিশপ্রাপ্ত হোন। এর মধ্যে সিপিএস (ক্রিমিনোলোজি এন্ড পুলিশ সাইন্স) বিভাগ থেকে দুইজন সুপারিশ প্রাপ্ত হোন।


বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য  এক বড় অনুপ্রেরণা এখন ফরহাদ হোসেন ভাই। প্রতিবছর এ ধারা ধরে রাখতে প্রত্যয় ব্যক্ত  করেছে।

১৯ দিন আগে রবিবার, জুলাই ২০, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন