Daily Bangladesh Mirror

ঢাকা, রবিবার, এপ্রিল ২০, ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

খেলাধুলা

ব্রাজিলের কুইয়া নিষিদ্ধ ২ ম্যাচ

ডেস্ক রিপোর্ট:
১৮ দিন আগে রবিবার, এপ্রিল ২০, ২০২৫
# ফাইল ফটো




উলভারহ্যাম্পটন ওয়ানডারার্সের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড মাথেউস কুইয়াকে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে ইংল্যান্ডের ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ)। প্রতিপক্ষ দলের এক নিরাপত্তাকর্মীর সঙ্গে বিবাদে জড়িয়ে তিনি এই শাস্তি পেলেন।


এর আগে উলভস গত ১৪ ডিসেম্বর প্রিমিয়ার লিগে ইপ্সউইচ টাউনের বিপক্ষে ২-১ গোলে হারতে থাকে। ওই ম্যাচের পর কুইয়া প্রতিপক্ষের ওই নিরাপত্তাকর্মীকে

কনুই দিয়ে আঘাত করেন এবং তার চশমা কেড়ে নেন। এই অসদাচরণের কারণে ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে ৮০ হাজার পাউন্ড জরিমানা করা হয়েছে।


তবে নতুন বছর শুরু হতে না হতেই কুইয়ার নিষেধাজ্ঞা উলভসের জন্য বড় ধাক্কা হয়ে এসেছে। ওই ঘটনার পর লেস্টার সিটি এবং ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে দলের জয়ে গোল করেছেন ২৫ বছর বয়সী এই ফরোয়ার্ড, আর গত রবিবার টটেনহ্যাম হটস্পারের সঙ্গে ২-২ ড্র ম্যাচে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি।


এদিকে, নিষেধাজ্ঞার কারণে প্রিমিয়ার লিগে নটিংহ্যাম ফরেস্ট ও এফএ কাপের তৃতীয় রাউন্ডে ব্রিস্টল সিটির বিপক্ষে ম্যাচে কুইয়া উলভসের হয়ে খেলতে পারবেন না। এবারের লিগে এখন পর্যন্ত ১০ গোল করা কুইয়া ১৯ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে ১৭তম স্থানে রয়েছেন, অবনমন অঞ্চল থেকে এক পয়েন্টের ব্যবধানে।

১৮ দিন আগে রবিবার, এপ্রিল ২০, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন