ভেন্যু ইস্যুতে দোদুল্যমাণ থাকা এ বছরের এশিয়া কাপ আয়োজনের সুযোগ এসেছিল বাংলাদেশের। কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছে। মূলত যে সময়ে এশিয়া কাপ অনুষ্ঠিত হবে ওই সময় দেশের আবহাওয়া থাকবে বর্ষাস্নাত। এ কারণেই রাজি হয়নি বিসিবি।
বৃহস্পতিবার (১৮ মে) রাজধানীর মিরপুরে এক অনুষ্ঠানে এসব কথা বলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
এশিয়া কাপ ক্রিকেট ২০২৩
পাপন জানান, এশিয়া কাপের বিকল্প ভেন্যু হতে বাংলাদেশকে অফার করা হলেও আবহাওয়ার কথা ভেবে আগ্রহী নয় বাংলাদেশ।
উল্লেখ্য, সূচি অনুযায়ী আগামী ২ সেপ্টেম্বর এশিয়া কাপ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ বছর ওয়ানডে বিশ্বকাপ থাকায় এশিয়া কাপও হবে ওয়ানডে ফরম্যাটে। ৬ দলের টুর্নামেন্টে বাংলাদেশ, আফগানিস্তান ও শ্রীলঙ্কা এক গ্রুপে। অন্যগ্রুপে আছে ভারত, পাকিস্তান ও নেপাল। ১৭ সেপ্টেম্বর ফাইনালের মধ্যে দিয়ে এবারের আসরের পর্দা নামার সূচি নির্ধারণ আছে।
৭ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫