Daily Bangladesh Mirror

ঢাকা, রবিবার, এপ্রিল ২০, ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

খেলাধুলা

নাটকীয় হারে সেমির অপেক্ষা বাড়ল মায়ামির

ডেস্ক রিপোর্ট:
১৭ দিন আগে রবিবার, এপ্রিল ২০, ২০২৫
# ফাইল ফটো



এক ম্যাচ হাতে রেখেই সেমিফাইনালে যাওয়ার সুযোগ ছিল ইন্টার মায়ামির সামনে। প্রাথমিক ধাপে কাজটি ঠিকঠাকই করেছিল মেসিরা। তবে দ্বিতীয়ার্ধে গড়ায় বিপদ। সমতায় ফেরার পর নাটকীয়ভাবে যোগ করা অতিরিক্ত সময়ে গোল করে মায়ামিকে ২-১ গোলে পরাজিত করে আটলান্টা।


এই পরাজয়ে ইন্টার মায়ামি ও আটলান্টা তিন ম্যাচের প্লে-অফ সিরিজে ১-১ সমতায় এসেছে। ফলে, শেষ ম্যাচটি এখন সেমিফাইনালে ওঠার টিকিট কাটার

লড়াইয়ে পরিণত হয়েছে। আগামী ১০ নভেম্বর অনুষ্ঠিতব্য সেই ম্যাচে জয়ী দলই সেমিফাইনালের টিকিট নিশ্চিত করবে।


মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে প্রায় ৬৯ হাজার দর্শক মেসিদের খেলা উপভোগ করতে এসেছিলেন। ইন্টার মায়ামি বেশ কিছু গোলের সুযোগ তৈরি করে। ম্যাচের মাত্র ৩ মিনিটেই গোলের সম্ভাবনা তৈরি হলেও তাদের এগিয়ে যেতে অপেক্ষা করতে হয় ৪০ মিনিট পর্যন্ত। আটলান্টা গোলরক্ষকের একটি ভুলে গোল পায় মায়ামি। গোল কিক নিতে গিয়ে গোলরক্ষক ভুলবশত বল তুলে দেন মায়ামির ফেদেরিকো রেডোন্ডোর কাছে। রেডোন্ডো আলতো পাসে বল দেন মার্তিনেজকে। বক্সের বাইরে থেকে শট নিয়ে গোল করে মায়ামিকে এগিয়ে দেন এই সেন্টারব্যাক। প্রথমার্ধে মায়ামি ১-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায়।


দ্বিতীয়ার্ধে মাঠে নেমে আটলান্টা সমতায় ফিরতে বেশি সময় নেয়নি। ৫৮ মিনিটে ফ্রি-কিক থেকে উইলিয়ামসের হেডে গোল করে সমতা আনে তারা। এরপর দুদলই এগিয়ে যাওয়ার চেষ্টা করলেও নির্ধারিত সময়ে আর কোনো গোল হয়নি।


যোগ করা সময়ে পরিস্থিতি বদলে যায়। আটলান্টার দলীয় আক্রমণ থেকে বল পান সিলভা। অসাধারণ এক শটে গোল করে দলকে কাঙ্ক্ষিত জয় এনে দেন পর্তুগিজ এই ফরোয়ার্ড। ফলে, আটলান্টার সেমিফাইনালে ওঠার আশা উজ্জ্বল রয়ে গেছে।

১৭ দিন আগে রবিবার, এপ্রিল ২০, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন