Daily Bangladesh Mirror

ঢাকা, বৃহস্পতিবার, জানুয়ারী ১৫, ২০২৬, ২ মাঘ ১৪৩২

খেলাধুলা

২০২৬ বিশ্বকাপে আর্জেন্টিনার স্কোয়াডে যাদের জায়গা নিশ্চিত

ডেস্ক রিপোর্ট:
২ দিন আগে বৃহস্পতিবার, জানুয়ারী ১৫, ২০২৬
# ফাইল ফটো



আগামী জুন-জুলাইয়ে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর মাঠে বসবে ফুটবল বিশ্বকাপের জমজমাট আসর। 'দ্য গ্রেটেস্ট শো অন আর্থ' এই বৈশ্বিক আসরে প্রথমবারের মতো অংশ নেবে ৪৮ দল। আসন্ন আসরে শিরোপার লড়াইয়ে কোন কোন দল এগিয়ে আছে, তা নিয়েই এখন চলছে চুলচেরা বিশ্লেষণ।  


এবারের বিশ্বকাপে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকেও হট ফেবারিটদের কাতারে রাখা হচ্ছে। ২০২২ কাতার বিশ্বকাপে

টাইব্রেকারে ফ্রান্সকে হারিয়ে ৩৬ বছরের শিরোপা-খরা ঘোচায় আলবিসেলেস্তেরা। তাই শিরোপা ধরে রাখার লড়াইয়ে এবার আরও ক্ষুরধার হয়ে নামতে চান কোচ লিওনেল স্কালোনি।


গত আসরে আর্জেন্টিনার অন্যতম সেরা খেলোয়াড় অ্যানহেল দি মারিয়া জাতীয় দল থেকে অবসর নিয়েছেন। তবে শিরোপা জেতা দলের বেশির ভাগ তারকাকেই আসন্ন বিশ্বকাপে পাচ্ছে আলবিসেলেস্তেরা। এর মধ্যেই আর্জেন্টিনার পরবর্তী স্কোয়াড কেমন হতে পারে, তা কিছুটা পরিষ্কার হয়ে গেছে।


আর্জেন্টিনার অতিপরিচিত ক্রীড়া সাংবাদিক গাস্তুন এদুল পারফরম্যান্স ও কোচ স্কালোনির কৌশল বিবেচনায় নিয়ে ২৬ জনের একটি প্রাথমিক খসড়া বিশ্বকাপ স্কোয়াড সাজিয়েছেন। ইনজুরি, ফর্মের ওঠানামা, কিংবা নতুন তরুণদের উত্থানে এই তালিকায় অবশ্য বদল আসতেই পারে। 


২০২৬ বিশ্বকাপে গ্রুপ জে-তে আর্জেন্টিনার প্রতিপক্ষ আলজেরিয়া, অস্ট্রিয়া, জর্ডান। আগামী ১৬ জুন আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে তিনবারের বিশ্বচ্যাম্পিয়নরা। এরপর ২২ জুন অস্ট্রিয়া এবং ২৭ জুন জর্ডানের বিপক্ষে গ্রুপের শেষ ম্যাচ খেলবে আর্জেন্টিনা।


২০২৬ বিশ্বকাপে আর্জেন্টিনা দলে যে ২০ জনের জায়গা নিশ্চিত-


গোলরক্ষক : এমি মার্টিনেজ ও জেরোনিমো রুল্লি।

ডিফেন্ডার : নাহুয়েল মলিনা, গনসালো মোন্তিয়েল, ক্রিস্টিয়ান রোমেরো, নিকোলাস ওতামেন্দি, লিসান্দ্রো মার্টিনেজ, নিকোলাস তালিয়াফিকো।

মিডফিল্ডার : রদ্রিগো ডি পল, লেয়ান্দ্রো পারেদেস, এনজো ফার্নান্দেস, আলেক্সিস ম্যাক অ্যালিস্টার, জিওভানি লো সেলসো, গুইলিয়ানো সিমিওনে, নিকোলাস পাজ।

ফরোয়ার্ড : লিওনেল মেসি, লাউতারো মার্টিনেজ, হুলিয়ান আলভারেজ, নিকোলাস গনসালেস, থিয়াগো আলমাদা।

সম্ভাব্য ২১-২৬ : ওয়াল্টার বেনিতেস, হুয়ান ফয়থ, লিওনার্দো বালের্দি, ফাকুন্দো মেদিনা, মার্কোস সেনেসি, মার্কোস আকুনিয়া, ভ্যালেন্তিন বার্কো, এজেকিয়েল পালাসিওস, ফ্রাঙ্কো মাস্তানতুয়নো, হোসে মানুয়েল লোপেস।

২ দিন আগে বৃহস্পতিবার, জানুয়ারী ১৫, ২০২৬

ইউটিউব সাবস্ক্রাইব করুন