এবারের আইপিএলে দেড় কোটির ভিত্তিমূল্যে অলরাউন্ডার সাকিব আল হাসানকে কিনেছিল কলকাতা নাইটা রাইডার্স। তবে জাতীয় দলের ব্যস্ততায় দুই পক্ষের সম্মতিতে কলকাতার হয়ে সাকিবের না খেলার সিদ্ধান্ত হয়। অবশেষে তার পরিবর্তে কলকাতা দলে নিয়েছে ইংল্যান্ডের হার্ডহিটিং ওপেনার জেসন রয়কে।
২ কোটি ৮০ লক্ষ টাকায় রয়কে দলে নিয়েছে কলকাতা। অর্থাৎ, সাকিবের প্রায় দ্বিগুণ মূল্যে তাকে কিনল কলকাতা। মূলত,
ধারণা করা হচ্ছিল, এবারের আইপিএলে শুরু থেকেই খেলবেন সাকিব। তবে আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্টের কারণে তাকে অনাপত্তিপত্র দেয়নি বিসিবি। আইপিএলের শুরুর মতো পরের দিকেও জাতীয় দলের খেলা থাকার কারণে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলতে পারতেন না সাকিব। আয়ারল্যান্ড সিরিজের কারণে শুরুটা তো মিস করেছেনই, পরের দিকেও মিস করতেন। কারণ, বাংলাদেশ দল তখন ইংল্যান্ডে যাবে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ওয়ানডের সিরিজ খেলতে। সিরিজটা হবে ৯ থেকে ১৪ মে। তার আগে ৫ মে আছে একটা প্রস্তুতি ম্যাচও। আর আইপিএল শেষ হবে ২৮ মে।
তাই কলকাতা থেকেই প্রস্তাব এসছে। যেহেতু টুর্নামেন্টের অনেকটা সময় তারা সাকিবকে দলে পাবে না তাই সাকিবের পরিবর্তে অন্য কোনো বিদেশি ক্রিকেটারকে দলে নিতে চায় কলকাতা। সাকিবকে সেই অনুরোধই জানানো হয়েছে কলকাতা থেকে। তিনি যদি না খেলেন, তাহলে তারা অন্য বিদেশি ক্রিকেটার নিতে পারে। সাকিবও তাতে সম্মতি দিয়েছেন।
১৫ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫