ক্রিকেট বিশ্বকাপের ১৩তম আসরের ফাইনালে রোববার দুপুর আড়াইটায় আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে মুখোমুখি হবে ভারত-অস্ট্রেলিয়া।
টুর্নামেন্টের শুরু থেকে ধারাবাহিক পারফর্ম করে সাবার আগেই সেমিফাইনালের পর ফাইনালের টিকিট নিশ্চিত করে ভারত।
ভারত বিশ্বকাপে এনিয়ে চতুর্থবার ফাইনালে খেলছে। ১৯৮৩ সালের ফাইনালে বিশ্বকাপের প্রথম দুই আসরের টানা চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে
২০ বছর পর ২০০৩ সারের বিশ্বকাপে ফাইনালে উঠেও অস্ট্রেলিয়ার বিপক্ষে হেরে রানার্সআপ হয় ভারত। ২০১১ সালে তৃতীয়বার ফাইনালে উঠে শ্রীলংকাকে হারিয়ে দ্বিতীয়বার বিশ্বকাপ জিতে নেয় মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বাধীন ভারত।
দ্বিতীয় বিশ্বকাপ জয়ের ১২ বছর পর চতুর্থবার বিশ্বকাপের ফাইনালে উঠল ভারত। ২০০৩ সালের মতো ফাইনালে আবারও ভারতের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া।
অস্ট্রেলিয়া বিশ্বকাপের রেকর্ড পাঁচবারের চ্যাম্পিয়ন এবং অষ্টমবার ফাইনালে খেলছে। তার ষষ্ঠবারের মতো বিশ্বকাপ ট্রফি জিততে চায়।
শক্তিমত্তায় ভারত-অস্ট্রেলিয়া সমানে সমান। তবে সাম্প্রতিক পারফরম্যান্স এবং হোম কন্ডিশনের দিক থেকে অস্ট্রেলিয়ার চেয়ে এগিয়ে রয়েছে ভারত। তাদের ব্যালেন্স টিম রয়েছে।
ফাইনাল ম্যাচটি শেষ হওয়ার আগে হলফ করে বলা মুশকিল কে শিরোপা জিতবে। তবে ভারতকেই এগিয়ে রাখছেন ক্রিকেট বিশ্লেষকরা।
ভারতের সম্ভাব্য একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল (উইকেটরক্ষক), সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাদেজা, মোহাম্মদ শামি, জসপ্রিত বুমরাহ, কুলদীপ যাদব ও মোহাম্মদ সিরাজ।
অস্ট্রেলিয়ার সম্ভাব্য একাদশ: ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ, স্টিভ স্মিথ, মার্নাস লাবুশেন, ক্যামেরন গ্রিন, অ্যালেক্স কেরি, গ্লেন ম্যাক্সওয়েল, প্যাট কামিন্স, জস হ্যাজল উড ও অ্যাডাম জাম্পা।
৩ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫