ভক্তরা সাধারণত নিজেদের প্রিয় ফুটবলারকে দেখতে নানা রকম উন্মাদনা প্রকাশ করেন। ম্যাচ চলাকালীন মাঠে ঢুকে পড়ার মতো ঘটনা তো প্রায়ই ঘটে। তবে পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর একজন চীনা ভক্তের কাহিনী সত্যিই অবাক করার মতো।
এই ভক্ত শুধুমাত্র রোনালদোর সঙ্গে দেখা করার জন্য বাইসাইকেলে ১৩ হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়েছেন। আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী,
এই দীর্ঘ যাত্রা করতে তার সময় লেগেছে ৬ মাস ২০ দিন। বিমানভাড়া না থাকায় সড়কপথে সাইকেল চালিয়েই সৌদি আরবে পৌঁছেছেন তিনি।তবে তার এই কষ্ট বৃথা যায়নি। সৌদি প্রো লিগে আল শাবাবের বিপক্ষে ম্যাচের পর এই পাগল ভক্তের সঙ্গে দেখা করেন পাঁচবারের ব্যালন ডি'অর জয়ী ফুটবলার রোনালদো।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ছড়িয়ে পড়া একটি ছবিতে দেখা যায়, রোনালদোর সেই চীনা ভক্ত একটি সাইকেল নিয়ে দাঁড়িয়ে আছেন। তার হাতে আল নাসরের জার্সি এবং একটি বড় প্ল্যাকার্ডে লেখা ছিল, “১৩ হাজার কিলোমিটার, ৬ মাস ২০ দিন। আমি চীন থেকে এখানে এসেছি ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে দেখা করতে।”
২৮ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫