Daily Bangladesh Mirror

ঢাকা, শনিবার, এপ্রিল ১৯, ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

খেলাধুলা

ব্যালন ডি অর জয়ী লুইস সুয়ারেজ মারা গেছেন

স্পোর্টস ডেস্ক :
১৫ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫
# ফাইল ফটো

স্পেনের ফুটবল ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় লুইস সুয়ারেজ আর নেই। আজ রোববার মৃত্যুবরণ করেছেন ১৯৬০ সালের ব্যালন ডি’অর জয়ী এই ফুটবলার। তিনিই স্পেনে জন্মগ্রহণকারী প্রথম ও একমাত্র ব্যালন ডি’অর জয়ী ফুটবলার।

১৯৩৫ সালে জন্মগ্রহণ করা সুয়ারেজ বার্সেলোনায় যোগ দেন ১৯৩৫ সালে। বার্সেলোনায় ৭ বছরের ক্যারিয়ারে দুটি লিগ, দুটি ফেয়ার কাপ এবং দুটি জেনারালিসিমিও কাপ জিতেছেন আক্রমণাত্মক এই

মিডফিল্ডার।

তবে সুয়ারেজ নিজের ক্যারিয়ার অন্যমাত্রায় নিয়ে যান ১৯৬১ সালে। ওই বছর বার্সেলোনা ছেড়ে ইন্টার মিলানে যোগ দেন এই তারকা। দলটির হয়ে দুটি ইউরোপিয়ান কাপ, তিনটি স্কুদেত্তি এবং দুটি ইন্টারকন্টিনেন্টাল কাপ জেতেন তিনি। ১৯৬৪ সালে স্পেনের জেতা প্রথম ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের দলেও ছিলেন তিনি। ১৯৭৩ সালে সাম্পদোরিয়ার হয়ে খেলার পর নিজের বুটজোড়া তুলে রাখেন এই কিংবদন্তি। ইতালির বেশ কয়েকটি ক্লাবের হয়ে খেলার কারণে দেশটিতে বেশ জনপ্রিয় ছিলেন সুয়ারেজ।

১৯৮০ সালে নিজের কোচিং ক্যারিয়ার শুরু করেন সুয়ারেজ। ৮ বছর স্পেনের অনূর্ধ্ব-১৯ দলের দায়িত্ব পালন করেছেন তিনি। ১৯৮৬ সালে দলটিকে দলটিকে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ জেতান তিনি, যা এই বিভাগে স্পেনের প্রথম। ১৯৮৮ সালে জাতীয় দলের হয়ে কোচের দায়িত্ব শুরু করেন তিনি। ১৯৯০ সালে দলটিকে ইতালির বিশ্বকাপে নিয়ে যান তিনি। ধারাভাষ্যের দায়িত্বও পালন করেছেন সুয়ারেজ।

১৫ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন