Daily Bangladesh Mirror

ঢাকা, শনিবার, সেপ্টেম্বর ৬, ২০২৫, ২২ ভাদ্র ১৪৩২

শিক্ষা

রোটারি ক্লাবের উদ্যোগে ইয়াতিমদের মাঝে ফলের চারাগাছ বিতরণ

আতিক মাহবুব তানজিম, মাভাবিপ্রবি:
৫ দিন আগে শনিবার, সেপ্টেম্বর ৬, ২০২৫
# ফাইল ফটো



‎রোটারি ক্লাব অব টাঙ্গাইল সিটির উদ্যোগে রোটারি ক্লাব অব ঢাকা মিড ও বনায়নের সহযোগিতায় "ট্রিজ ফর লাইফ" শীর্ষক বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে আজ ১ সেপ্টেম্বর (সোমবার) মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ইবি তালিমাতে কোরআন ও সুন্নাহ  মাদ্রাসায় অধ্যয়নরত ইয়াতিম শিশুদের মাঝে  ফলের চারাগাছ বিতরণ ও মাদ্রাসা প্রাঙ্গণে রোপণ  করা হয়। 


অনুষ্ঠানে

প্রধান অতিথি হিসেবে মাভাবিপ্রবি'র ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মোঃ আনোয়ারুল আজীম আখন্দ। ‎অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লাবের প্রেসিডেন্ট রোটারিয়ান মোঃ সামছুল আলম (শিবলী), প্রোগ্রাম চেয়ার ছিলেন রোটারিয়ান অধ্যাপক ড. মোঃ নাজমুস সাদেকীন, উপস্থিত ছিলেন পাস্ট প্রেসিডেন্ট ড. মোহা. তৌহিদুল ইসলাম।  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাভাবিপ্রবির শিক্ষার্থী কল্যাণ ও পরামর্মদান কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. মোঃ ফজলুল করিম,  প্রক্টর অধ্যাপক ড. মোঃ  ইমাম হোসেন।  প্রোগ্রাম পরিচালনা করেন  ক্লাবের পাস্ট সেক্রেটারি আরিফুল ইসলাম।  এছাড়া সহযোগী সংগঠনে রোটারেক্ট ক্লাব অব মাওলানা ভাসানীর প্রেসিডেন্ট সাকিব হাসান খান সহ ক্লাবের সদস্যবৃন্দ ও মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। 

‎কর্মসূচির প্রধান অতিথি তাঁর বক্তব্যে পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং সুস্থ প্রজন্ম গঠনের জন্য বেশি বেশি করে গাছ লাগাতে হবে। গাছ শুধু আমাদের অক্সিজেনই দেয় না, জীববৈচিত্র্য রক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মের টিকে থাকার জন্যও অপরিহার্য।


‎এসময় অতিথিরা বলেন, ইয়াতিম শিশুদের হাতে এই চারা তুলে দেওয়া কেবল একটি প্রতীকী উদ্যোগ নয়, বরং তাদের জীবনে সবুজের ছোঁয়া এনে দেওয়ার একটি মানবিক প্রয়াস।

'‎ট্রিজ ফর লাইফ' শীর্ষক বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় সারাদেশে রোটারি ক্লাব অব ঢাকা মিড ও বনায়ন এর সহযোগিতায় রোটারি ক্লাবের পক্ষ থেকে ৩৫ হাজার বৃক্ষ চারাগাছ রোপণ ও বিতরণ করা হয়। 

‎পরিবেশবান্ধব এই কার্যক্রমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, রোটারি ও রোটার্যাক্ট ক্লাবের সদস্যরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।

৫ দিন আগে শনিবার, সেপ্টেম্বর ৬, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন