আগামী বছরের জানুয়ারির শুরুর দিকেই মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের (বাংলা ও ইংরেজি ভার্সন) এবং দাখিল ও কারিগরি শিক্ষাবোর্ডের ষষ্ঠ ও সপ্তম শ্রেণির শিক্ষার্থীরা নতুন পাঠ্যবই হাতে পাবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
তিনি জানান, ২০২৫ শিক্ষাবর্ষের জন্য ষষ্ঠ ও সপ্তম শ্রেণির বাংলা ও ইংরেজি ভার্সনের পাঠ্যবই এবং কারিগরি বোর্ডের বই ছাপানোর অনুমোদন দিয়েছে
সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি। ফলে জানুয়ারির শুরুতেই শিক্ষার্থীরা এই বইগুলো হাতে পাবে।বুধবার (১৩ নভেম্বর) সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান। অর্থ উপদেষ্টা বৈঠকে সভাপতিত্ব করেন।
বৈঠক সূত্রে জানা যায়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের (বাংলা ও ইংরেজি ভার্সন) এবং দাখিল ও কারিগরি শিক্ষাবোর্ডের ষষ্ঠ ও সপ্তম শ্রেণি এবং ইবতেদায়ির প্রথম, দ্বিতীয় ও তৃতীয় শ্রেণির জন্য ১২ কোটি ৬৪ লাখ ৬১ হাজার ৬৪৬টি পাঠ্যবই মুদ্রণ, বাঁধাই ও সরবরাহের জন্য ৫২৭ কোটি ৯৩ লাখ ৩২ হাজার ৭৭৭ টাকা ব্যয়ের অনুমোদন দেওয়া হয়েছে।
এছাড়া ইবতেদায়ির প্রথম, দ্বিতীয় ও তৃতীয় শ্রেণি এবং মাধ্যমিক, দাখিল ও কারিগরি শিক্ষাবোর্ডের সাত কোটি ৩১ লাখ ২৯ হাজার ৮৫৯টি বিনামূল্যের পাঠ্যবই মুদ্রণ, বাঁধাই ও সরবরাহের জন্য ২৮৭ কোটি ৬১ লাখ ৬৭ হাজার ১৩৮ টাকার ক্রয় প্রস্তাব অনুমোদন করেছে মন্ত্রিপরিষদ কমিটি। ১০৭টি লটে ৭৯টি প্রতিষ্ঠান থেকে এই বইগুলো নেওয়া হবে।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের এক প্রস্তাবের পরিপ্রেক্ষিতে উপদেষ্টা পরিষদ কমিটি মাধ্যমিক (বাংলা ও ইংরেজি ভার্সন) সপ্তম শ্রেণি, দাখিল সপ্তম শ্রেণি এবং কারিগরি সপ্তম শ্রেণির জন্য পাঁচ কোটি ৩৩ লাখ ৩১ হাজার ৭৮৭টি বিনামূল্যের পাঠ্যবই মুদ্রণ, বাঁধাই ও সরবরাহের জন্য ২৪০ কোটি ৩১ লাখ ৬৫ হাজার ৬৩৯ টাকা ব্যয়ের অনুমোদন দিয়েছে। ৯৯টি লটে ৬৯টি প্রতিষ্ঠান থেকে এ বইগুলো নেওয়া হবে।
বৈঠকের সিদ্ধান্ত সম্পর্কে জানতে চাইলে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেন, “ষষ্ঠ ও সপ্তম শ্রেণি এবং কারিগরি শিক্ষাবোর্ডের বইগুলো আমরা অনুমোদন করেছি। শিক্ষা মন্ত্রণালয়কে আমরা নিশ্চিত করেছি যে, জানুয়ারির শুরুতেই শিক্ষার্থীরা এই বইগুলো হাতে পাবে।”
৭ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫