Daily Bangladesh Mirror

ঢাকা, শনিবার, সেপ্টেম্বর ৬, ২০২৫, ২২ ভাদ্র ১৪৩২

শিক্ষা

কুবিতে ভাইস-চ্যান্সেলর অ্যাওয়ার্ড পেল ৫৫ শিক্ষার্থী

কুবি প্রতিনিধি:
৪ দিন আগে শনিবার, সেপ্টেম্বর ৬, ২০২৫
# ফাইল ফটো



কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ৫৫ মেধাবী শিক্ষার্থীদেরকে ভাইস-চ্যান্সেলর অ্যাওয়ার্ড-২০২৫ ও সনদ প্রদান করা হয়েছে।


মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনস্থ ভার্চুয়াল কক্ষে সকাল ১১টায় এ অনুষ্ঠান শুরু হয়। 


ভাইস চ্যান্সেলর এওয়ার্ডে ৫৫ জন শিক্ষার্থীকে মনোনয়ন করা হয়েছে তারা হলেন ২০১৭-২০১৮, ২০১৮-২০১৯ ও ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তবে

ফার্মেসি বিভাগের ক্ষেত্রে পাঁচ বছর মেয়াদি কোর্স হওয়ায় ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষ থেকেও শিক্ষার্থী নির্বাচিত হয়েছে।


মোট ৪টি ক্যাটাগরিতে দেয়া হচ্ছে এই 'ভাইস-চ্যান্সেলর অ্যাওয়ার্ড" মেধাবী (স্নাতকে সর্বোচ্চ ফলাফল অর্জনকারী), মেধাবী ( স্নাতকের দুই সেমিস্টারের সর্বোচ্চ ফলাফল অর্জনকারী), মেধাবী ও অস্বচ্ছল ( সর্বোচ্চ ফলাফল অর্জনকারী ও অর্থনৈতিক ভাবে অস্বচ্ছল) এবং স্পোর্টস ক্যাটাগরিতে। মনোনীত শিক্ষার্থীদের মধ্যে ১২ জন ছেলে এবং ৪৩ জন মেয়ে রয়েছেন। পুরস্কার হিসেবে প্রত্যেক শিক্ষার্থীকে ১০ হাজার টাকা করে প্রদান করা হয়েছে। 


কুবি উপাচার্য অধ্যাপক ড. হায়দার আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. রেজাউল করিম (পিএইচডি), শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরী,  কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মাসুদা কামাল এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান।


জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. রেজাউল করিম শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, শুধু কুমিল্লা বিশ্ববিদ্যালয় বা দেশের মধ্যে সীমাবদ্ধ থাকার চিন্তা নয়, বরং দেশ-বিদেশে অবদান রাখার মতো বিস্তৃত দৃষ্টি রাখতে হবে। তিনি জোর দিয়ে বলেন, কেবল জিপিএ বা সনদ অর্জন নয়, প্রকৃত শিক্ষা হলো জ্ঞান ও নৈতিকতার চর্চা, আর শিক্ষার মূল উদ্দেশ্য হলো ভালো মানুষ হওয়া।


শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ. এম. সরওয়ার উদ্দিন চৌধুরী বলেন," আসলে বৃত্তিটা শুধু অনুপ্রেরণা না, এটা হলো ভবিষ্যতে সত্য ও ন্যায়ের সাথে জীবন পরিচালনা করার পথ নির্দেশক।  খারাপ কিছুকে ভালো কিছু দিয়ে জয় করবে। আমি আশা করবো তোমরা বিভিন্ন জ্ঞানী-গুণী ও মহর্ষীদের জীবনিগুলো পড়বে এবং তা অনুসরণ করবে। ধর্মীয় দিকনির্দেশনাগুলো মনে চলবে।" 


কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হায়দার আলী কৃতি শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে বলেন, এখন আর কেবল গতানুগতিক জ্ঞানের যুগ নয়, বরং সৃজনশীলতার যুগ। তিনি শিক্ষার্থীদের দেশ-বিদেশে অবদান রাখার জন্য সৃজনশীল দক্ষতা অর্জনে গুরুত্ব দেন। শিক্ষাজীবনের সফলতার প্রতিফলন যেন কর্মজীবনেও ঘটে, সে আহ্বান জানান তিনি।

৪ দিন আগে শনিবার, সেপ্টেম্বর ৬, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন