Daily Bangladesh Mirror

ঢাকা, শনিবার, এপ্রিল ১৯, ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

শিক্ষা

কুবির বিজয়-২৪ হলে ঈদের দিন বিশেষ খাবারের ঘোষণা প্রাধ্যক্ষের

কুবি প্রতিনিধি:
২১ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫
# ফাইল ফটো




কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বিজয়-২৪ হলে আসন্ন ঈদুল ফিতরের দিনে হল কর্তৃপক্ষের উদ্যোগে আবাসিক শিক্ষার্থীদের জন্য বিশেষ খাবার পরিবেশনের ব্যবস্থা করা হয়েছে।


শুক্রবার (২৮ মার্চ) বিজয়-২৪ হলের প্রভোস্ট ড. মোহাম্মদ মাহমুদুল হাসান খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়। 


বিজ্ঞপ্তিতে বলা হয়, "ঈদের দিন সকাল ও দুপুরে উন্নত মানের খাবার পরিবেশন

করা হবে। যারা হলে অবস্থান করবেন, তাদের তালিকা প্রস্তুতের জন্য আগামী ২৯ মার্চ, ২০২৫ (শনিবার) রাত ৯টার মধ্যে হল গেইটের (নতুন অংশ) সংরক্ষিত খাতায় নাম লিপিবদ্ধ করার অনুরোধ করা হয়েছে।"


বিজয়-২৪ এর আবাসিক শিক্ষার্থী মো. ওবায়দুল্লাহ খান বলেন, "ঈদুল-ফিতর উপলক্ষে আবাসিক শিক্ষার্থীদের জন্য সকালের ও দুপুরের উন্নত খাবারের ব্যবস্থা করার বিষয়টি নিঃসন্দেহে একটি প্রশংসনীয় উদ্যোগ। যা হলে অবস্থানরত আবাসিক শিক্ষার্থীদের ঈদের আনন্দকে আরও বাড়িয়ে তুলবে। হল প্রশাসনের এমন উদ্যোগ শিক্ষার্থীদের একাত্মতার বন্ধনকে আরও দৃঢ় করবে। আমি এর জন্য হল প্রাধ্যক্ষ এবং সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাই।"


এ বিষয়ে বিজয়-২৪ হলের প্রভোস্ট ড. মোহাম্মদ মাহমুদুল হাসান খান বলেন, "আমি অনেক আগেই ব্যাপারটি নিয়ে ভাবছিলাম। মূল কারণ হচ্ছে, অনেকে আমার সাথে যোগাযোগ করেছেন, তারা বাড়ি যেতে পারছেন না। অনেককেই ভাড়া দিয়ে সাহায্য করেছি। অনেকে হলে অবস্থান করছেন, এ ক্ষেত্রে আমি হলের প্রভোস্ট হিসেবে কিছু দায়িত্ব পালন করি, যেহেতু আমি তাদের গার্ডিয়ান। সেজন্য আমি ঈদের দিন সকালে এবং বিকেলে খাবারের আয়োজন করেছি।"


তিনি আরো বলেন, "আমরা সাধারণত ঈদের দিন ভালো খাবার খেয়ে থাকি, তবে তারা হয়তো বা সে সুযোগ থেকে বঞ্চিত হতে পারে। সে কারণে আমি একটু পরিকল্পনা করেছি খাবারের আয়োজন করার, যাতে তারা বাড়ি যাওয়ার অভাব কিছুটা হলেও পূরণ করতে পারে।"

২১ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন