Daily Bangladesh Mirror

ঢাকা, শনিবার, এপ্রিল ১৯, ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

খেলাধুলা

রিশাদ হোসেনের জাদুতে টানা দ্বিতীয় জয় লাহোরের

ডেস্ক রিপোর্ট:
৩ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫
# ফাইল ফটো




পাকিস্তান সুপার লিগে (পিএসএল) বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেন নিজের সেরা পারফরম্যান্স দিয়ে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন। তার অসাধারণ বোলিংয়ের কারণে লাহোর কালান্দার্স করাচি কিংসকে ৬৫ রানের বিশাল ব্যবধানে হারাতে সক্ষম হয়েছে।


ম্যাচটি মঙ্গলবার (১৫ এপ্রিল) করাচির ন্যাশনাল ব্যাংক স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় লাহোর কালান্দার্স।

দলের ওপেনার ফখর জামান (৪৭ বলে ৭৬ রান) এবং ড্যারিল মিচেল (৪১ বলে ৭৫ রান) অর্ধশতকের ঝড়ো ইনিংস খেলে লাহোরকে ২০১ রানের বিশাল স্কোর গড়ে দেন।


২০২ রানের লক্ষ্য নিয়ে ব্যাটিং করতে নেমে করাচি কিংস শুরুতেই ধাক্কা খায়। প্রথম ওভারেই শাহীন শাহ আফ্রিদি ডেভিড ওয়ার্নার (০) এবং জেমস ভিন্সকে (০) আউট করে করাচিকে চাপে ফেলে দেন। তবে অষ্টম ওভারে রিশাদ হোসেনের বোলিংয়ে করাচির ব্যাটিং লাইনআপ ভেঙে পড়ে।


রিশাদ প্রথমেই শান মাসুদকে (১৮) গুগলি বোল্ড করে ক্যাচ দিতে বাধ্য করেন। আম্পায়ার প্রথমে আউট দিলেও রিভিউ নেওয়ার পর শান মাসুদকে প্যাভিলিয়নে ফিরতে হয়। একই ওভারে রিশাদ আরও একটি উইকেট লাভ করেন। তার ফুলার লেংথ ডেলিভারিতে ইরফান খান (৬) ক্যাচ দেন লং-অনে।


এরপর রিশাদ তার তৃতীয় উইকেট তুলে নেন আব্বাস আফ্রিদিকে (১)। এবারের পিএসএলে টানা দ্বিতীয় ম্যাচে ৩ উইকেট নেন এই বাংলাদেশি লেগ স্পিনার। চার ওভারে মাত্র ২৬ রান খরচ করে ৩ উইকেট নিয়ে রিশাদ লাহোরের জয়ে বড় ভূমিকা রাখেন।


শাহীন শাহ আফ্রিদি আরও ৩ উইকেট এবং সিকান্দার রাজা ২ উইকেট নিয়ে করাচির ব্যাটিংকে পুরোপুরি ধ্বংস করে দেন। করাচির পক্ষে খুশদিল শাহ (৩৯), হাসান আলী (২৭) এবং শান মাসুদ (১৮) কিছু রান করলেও তা দলের হার রোধ করতে পারেনি। শেষ পর্যন্ত ১৯.১ ওভারে করাচি কিংস ১৩৬ রানে অলআউট হয়ে যায়।


এই জয়ের মাধ্যমে লাহোর কালান্দার্স টুর্নামেন্টে তাদের দ্বিতীয় জয় পায়। লাহোরের পরবর্তী ম্যাচ ২২ এপ্রিল মুলতান সুলতানসের বিপক্ষে।

৩ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন