Daily Bangladesh Mirror

ঢাকা, শনিবার, এপ্রিল ১৯, ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

খেলাধুলা

কোহলিকে ২৪ লাখ রুপি জরিমানা

স্পোর্টস ডেস্কঃ
১১ ঘন্টা আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫
# ফাইল ফটো

চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুকে নেতৃত্ব দিচ্ছেন ফাফ ডু প্লেসিস। তবে ইনজুরির কারণে রাজস্থান রয়্যালসের ব্যাঙ্গালুরুকে নেতৃত্ব দেন বিরাট কোহলি। দলে জয়ও এনে দিয়েছেন। তবে তাকে গুণতে হয়েছে মোটা অঙ্কের জরিমানা।

স্লো-ওভার রেটের অধিনায়ক কোহলিকে ২৪ লাখ রুপি জরিমানা করা হয়েছে। এছাড়া বাকিরাও পড়েছেন জরিমানার কবলে। ম্যাচ ফির ২৫ শতাংশ কেটে

নেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে ওভার শেষ করতে না পারাই জরিমানার কবলে পড়তে হয়েছে কোহলিদের। এক বিজ্ঞপ্তিতে জরিমানার বিষয়টি নিশ্চিত করেছেন বিসিসিআই।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘আইপিএলের ন্যূনতম ওভার-রেট সংক্রান্ত কোড অব কন্ডাক্টের আওতায় এটি তার দলের দ্বিতীয় অপরাধ বলে কোহলিকে ২৪ লাখ রুপি, একাদশের প্রতিটি সদস্যের সঙ্গে ইমপ্যাক্ট বদলিকে ৬ লাখ রুপি বা ম্যাচ শতাংশের ২৫ শতাংশ জরিমানা করা হয়েছে।’

১১ ঘন্টা আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন