Daily Bangladesh Mirror

ঢাকা, শনিবার, এপ্রিল ১৯, ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

খেলাধুলা

ম্যানসিটি জয়ের যোগ্য ছিল না: গার্দিওলা

স্পোর্টস ডেস্ক:
৪ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫
# ফাইল ফটো

ম্যানচেস্টার সিটির মতো শক্তিশালী দলকে রুখে ক্রিস্টাল প্যালেস। তাও ২-০ ব্যবধানে পিছিয়ে থেকে। তাই অবিশ্বাস্য তো লাগারই কথা! শেষ ২০ মিনিটের জাদুতে ইতিহাদ থেকে ২-২ গোলের ড্র নিয়ে ফেরে দক্ষিণ লন্ডনের ক্লাবটি।

বেশ কয়েকজন ফুটবল পণ্ডিতের কাছে এভাবে ড্র করাটা সিটির দুর্ভাগ্য। কিন্তু কোচ পেপ গার্দিওলা শিষ্যদের প্রতি সব ক্ষোভ উগড়ে দিলেন সংবাদ সম্মেলনে। দুর্ভাগ্যকে দোষ না দিয়ে বরং

বলছেন ড্র তাদের প্রাপ্যই ছিল।

সিটি কোচ বলেন, 'দুর্ভাগ্য নয়, এটাই আমাদের প্রাপ্য। আমরা দুই পয়েন্ট খুইয়ে এসেছি। যখন এমন পেনাল্টি উপহার দেন আপনি, তখন এমন ফলাফল প্রাপ্য। ঠিক টটেনহ্যাম (৩-৩ ড্র) ও লিভারপুল (১-১) ম্যাচের মতোই দুর্দান্ত ছিলাম আমরা, কিন্তু আবারও আমরা জিততে পারিনি।'

প্রথমার্ধে জ্যাক গ্রিলিশ ও বিরতির পর রিকো লুইসের গোলে ৭৫ মিনিট পর্যন্ত ২-০ ব্যবধানে এগিয়ে থাকে সিটি। কিন্তু এরপরই সব এলোমেলো করে দেয় প্যালেস। ম্যাচের যোগ করা সময়ে পেনাল্টির মতো সুবর্ণ সুযোগ পেয়ে ম্যাচে সমতা ফেরায় তারা। সিটিকেও তাই মাঠ ছাড়তে হয় এক পয়েন্ট নিয়ে।

৪ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন