কুমিল্লা সেনানিবাসে ময়নামতি গলফ এন্ড কান্ট্রি ক্লাবে ৩য় পপুলার লাইফ ইন্স্যুরেন্স কাপ গলফ টুর্ণামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
টুর্ণামেন্টে মোট ১০টি ক্লাবের ১৪০ জন গলফার অংশগ্রহণ করেন।
শনিবার (৯ সেপ্টেম্বর) সকাল ৯টায় ময়নামতি গলফ কান্ট্রি ক্লাবের মাঠে রঙ্গিন বেলুন ও পায়রা উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন ময়নামতি গলফ এন্ড কান্ট্রি
ক্লাবের সভাপতি এবং ৩৩ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মোঃ মাইনুর রহমান, এসইউপি, এডব্লিউসি, পিএসসি।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেডের সিনিয়র ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর আলমগীর ফিরোজ।
টুর্নামেন্ট শেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন জিওসি মো: মাইনুর রহমান।
এছাড়াও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে অন্যান্যদের সাথে উপস্থিত ছিলেন পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ম্যানেজিং ডাইরেক্টর এবং সিইও বিএম ইউসুফ আলী।
১৩ দিন আগে রবিবার, এপ্রিল ২০, ২০২৫