Daily Bangladesh Mirror

ঢাকা, শনিবার, এপ্রিল ১৯, ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

খেলাধুলা

লিগ ওয়ানে মোনাকোকে উড়িয়ে দিল পিএসজি

ডেস্ক রিপোর্ট:
২৬ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫
# ফাইল ফটো

বুন্দেসলিগায় শীর্ষে ফিরেছে বায়ার্ন মিউনিখ। হ্যারি কেনের একমাত্র গোলে কোলনকে হারিয়েছেন বাভারিয়ানরা। লিগ ওয়ানে মোনাকোকে ৫-২ গোলে উড়িয়ে দিয়েছে পিএসজি।

 

পার্ক দ্য প্রাঁসে ১৮ মিনিটে শুরু স্বাগতিকদের গোলোৎসব। ডেডলক ভাঙেন গঞ্জালো রামোস। চার মিনিটের ব্যবধানে সমতায় ফেরে মোনাকো। বিরতির আগে পিএসজিকে এগিয়ে দেন কিলিয়ান এমবাপ্পে। দ্বিতীয়ার্ধে চ্যাম্পিয়নদের

হয়ে স্কোরশিটে নাম তোলেন ওসমানে দেম্বেলে, ভিতিনহা ও কোলো মুয়ানি। আর মোনাকোর হয়ে ব্যবধান কমান বালোগুন।


অন্যদিকে বুন্দেসলিগায় ইংলিশ ফুটবলার হিসেবে এক মৌসুমে সর্বোচ্চ গোলের কীর্তি গড়েছেন হ্যারি কেন। কোলনের বিপক্ষে ২০ মিনিটে করা তার একমাত্র গোলে জয় পেয়েছে বায়ার্ন। লিগে ১২ ম্যাচে ইংলিশ স্ট্রাইকারের গোল এখন ১৮টি। ৩২ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে এখন বাভারিয়ানরা। এক ম্যাচ কম খেলে এক পয়েন্টে পিছিয়ে লেভারকুসেন।

২৬ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন