একাদশ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) নিয়ে সমালোচনার মুখে পড়েছে দুটি ফ্র্যাঞ্চাইজি—রাজশাহী এবং চিটাগং কিংস। এই দুটি দলের কার্যক্রম এবং আচরণে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সমালোচনার সম্মুখীন হয়েছে। বিশেষ করে ক্রিকেটার এবং অন্যান্য কর্মীদের পারিশ্রমিক প্রদানে বিলম্ব এবং চুক্তি ভঙ্গের অভিযোগ উঠেছে। বিপিএল শেষ হয়েছে প্রায় এক মাস আগে, কিন্তু এখনও পারিশ্রমিক
নিয়ে অভিযোগের শেষ নেই। রাজশাহীর ক্ষেত্রে অভিযোগ কিছুটা কমলেও চিটাগং কিংসের বিরুদ্ধে অভিযোগ তীব্র আকার ধারণ করেছে।গতকাল পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার শহিদ আফ্রিদি বিসিবি সভাপতি ফারুক আহমেদকে একটি ই-মেইল পাঠিয়েছেন। সেখানে তিনি চিটাগং কিংস ম্যানেজমেন্টের কাছে তার বকেয়া পারিশ্রমিক পরিশোধের বিষয়ে হস্তক্ষেপ চেয়েছেন। তিনি লিখেছেন, "বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে আমার অতীত অভিজ্ঞতা সবসময়ই ইতিবাচক ছিল। আমি বিশ্বাস করি, এই বিষয়টি আপনার নির্দেশনায় সৌহার্দ্যপূর্ণভাবে সমাধান করা হবে। বাংলাদেশকে আমি আমার দ্বিতীয় বাড়ি মনে করি। আমি চাই না কোনো নেতিবাচক প্রচার বিপিএল বা বিসিবির সুনামকে প্রভাবিত করুক।"
একাদশ বিপিএলে শহিদ আফ্রিদি চিটাগং কিংসের শুভেচ্ছাদূত এবং মেন্টর হিসেবে দায়িত্ব পালন করেছেন। এই কাজের জন্য তার সঙ্গে ১ লাখ ডলারের (১ কোটি ২০ লাখ টাকার বেশি) চুক্তি হয়েছিল। চুক্তি অনুযায়ী, কাজ শুরুর আগে অর্ধেক এবং টুর্নামেন্ট চলাকালীন বাকি অর্ধেক টাকা দেওয়ার কথা ছিল। কিন্তু চিটাগং কিংস মাত্র ১৯ হাজার ডলার দিয়েছে, বাকি টাকা এখনো পরিশোধ করা হয়নি। চিটাগং কিংসের মালিক সামির কাদের চৌধুরীর বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে। শুধু শহিদ আফ্রিদি নন, বেশ কিছু স্থানীয় ক্রিকেটারও তাদের বকেয়া পারিশ্রমিক নিয়ে অভিযোগ করেছেন। গতকাল কিছু দেশি ক্রিকেটারের সঙ্গে কথা বলে জানা গেছে, তারা চুক্তি অনুযায়ী কিছু টাকা পেলেও বেশিরভাগ টাকা এখনো বকেয়া রয়েছে।
শহিদ আফ্রিদি আরও অভিযোগ করেছেন, "টুর্নামেন্টের মাঝপথে আমি একটি কাজে দেশে ফিরে আসি। সামিরের সঙ্গে কথা ছিল, ১৯ জানুয়ারি আমি বাংলাদেশে ফিরে যাব। কিন্তু বারবার যোগাযোগ করার পরও তারা আর টিকিট পাঠায়নি। এখন সামিরের সঙ্গে যোগাযোগের অনেক চেষ্টা করেও কোনো সাড়া পাচ্ছি না। দুই-তিন দিন আগে আমি এই বিষয়টি বিসিবি সভাপতি ফারুক আহমেদকে লিখিতভাবে জানিয়েছি। প্রয়োজনে প্রধানমন্ত্রী এবং বাংলাদেশের প্রধান উপদেষ্টাকেও লিখব।"
পাকিস্তানি তারকার এমন অভিযোগের পর বাংলাদেশের ক্রিকেটাঙ্গনে তোলপাড় শুরু হয়েছে। গতকাল সামির কাদের চৌধুরী জানিয়েছেন, কিছু টাকা দেওয়া হয়েছে এবং বাকি টাকাও দেওয়া হবে। তিনি বলেছেন, সবকিছু আলোচনার মাধ্যমে সমাধান করা হবে। তবে এই ঘটনায় বিপিএল এবং বিসিবির সুনাম নিয়ে প্রশ্ন উঠেছে, যা বাংলাদেশের ক্রিকেটের ভাবমূর্তিকে ক্ষুণ্ন করতে পারে।
১৭ দিন আগে রবিবার, এপ্রিল ২০, ২০২৫