পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল আবারও পয়েন্ট ভাগাভাগি করল। এবার উরুগুয়ের বিপক্ষে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে ১-১ গোলে ড্র করেছে ব্রাজিল। এর আগে ভেনেজুয়েলার বিপক্ষেও একই ফলাফল হয়েছিল তাদের।
বাংলাদেশ সময় বুধবার (২০ নভেম্বর) সকাল ৬:৪৫ মিনিটে সালভাদরের ফন্টে নোভা অ্যারেনায় ম্যাচটি অনুষ্ঠিত হয়। এই ম্যাচটি ছিল ব্রাজিলের জন্য প্রতিশোধ
নেওয়ার একটি সুযোগ। কারণ, সবশেষ কোপা আমেরিকায় টাইব্রেকারে ৪-২ গোলে উরুগুয়ের কাছে হেরেছিল ব্রাজিল।তবে, আজও সেই প্রতিশোধ নেওয়া সম্ভব হয়নি সেলেসাওদের। চলতি বছরের শেষ ম্যাচেও হতাশাজনকভাবে ড্র করেছে তারা।
ম্যাচের প্রথমার্ধে আক্রমণে ছন্নছাড়া পারফরম্যান্স দেখায় ব্রাজিল। দ্বিতীয়ার্ধের ১০ মিনিটের মাথায় উরুগুয়ে গোল করে এগিয়ে যায়। তবে সেখান থেকে ম্যাচে ফিরেছে ব্রাজিল। ম্যাচে দুই দলেরই দর্শনীয় গোল দেখা গেছে। গোল শোধ করার পর ব্রাজিলের চিরায়ত আক্রমণাত্মক ফুটবল ফিরে আসে, তবে ফরোয়ার্ড লাইনের দুর্বলতার কারণে আর কোনো গোল আদায় করতে পারেনি তারা।
এই ড্রয়ের ফলে ঘরের মাঠে পয়েন্ট হারিয়ে দক্ষিণ আমেরিকান বাছাইপর্বের পয়েন্ট তালিকায় পাঁচ নম্বরে নেমে গেছে ব্রাজিল। ১২ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে তারা তালিকার পাঁচে অবস্থান করছে। সমান ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে দুই নম্বরে রয়েছে উরুগুয়ে। অন্যদিকে, পেরুকে ১-০ গোলে হারিয়ে ২৫ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।
১৪ ঘন্টা আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫