বিশ্বব্যাপী আলোচনার জন্ম দেওয়া দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটল। অবশেষে জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্ত নিয়ে নিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। আর্জেন্টাইন মডেল জর্জিনা রদ্রিগেজের সঙ্গে নয় বছরের প্রেম ও সংসারজীবনকে এবার আনুষ্ঠানিকতা দিতে যাচ্ছেন পর্তুগিজ তারকা।
১১ আগস্ট ইনস্টাগ্রামে নিজের হাতের আংটির ছবি প্রকাশ করে জর্জিনা লিখেছেন, ‘হ্যাঁ, আমি রাজি।
এই জীবনে এবং আমার
অন্য সব জন্মেও।’ সেই পোস্টের পর থেকেই বিয়ের খবর ছড়িয়ে পড়ে বিশ্বজুড়ে।তবে এর আগেও রোনালদো জড়িয়েছেন একাধিক প্রেমের সম্পর্কে। মহাতারকার সে সন সম্পর্ক নিয়েও কম জল ঘোলা হয়নি।
স্পোর্তিং লিসবন থেকে ১৮ বছর বয়সে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেওয়া রোনালদো দ্রুতই খ্যাতির আকাশে উঠে যান। খ্যাতির সঙ্গে সঙ্গে তার ব্যক্তিজীবনও থেকেছে আলোচনায়।
ব্রিটিশ গণমাধ্যম ডেইলি মেইল অনলাইন সম্প্রতি রোনালদোর প্রেমজীবনের একটি দীর্ঘ তালিকা প্রকাশ করেছে। দেখে নেয়া যাক তালিকায় থাকা কয়েকজনকে।
জর্দানা জার্দেল : ক্লাব সতীর্থ মারিও জার্দেলের বোন, ব্রাজিলিয়ান মডেল। ২০০৩ সালে রোনালদোর জীবনের প্রথম আলোচিত সম্পর্ক।
মেরশে রোমেরো : পর্তুগিজ টিভি তারকা, রোনালদোর চেয়ে নয় বছরের বড়। ২০০৫–০৬ সালে তাদের প্রেম ছিল আলোচনায়।
ইমোগেন টমাস : ওয়েলশ রিয়েলিটি তারকা।
২০০৬ সালে প্রথম, পরে ২০১১ সালে আবারও নাম জড়ায় রোনালদোর সঙ্গে।
সোরাইয়া চাভেস : পর্তুগিজ অভিনেত্রী ও মডেল। ২০০৬ সালে অল্প সময়ের জন্য সম্পর্কে ছিলেন।
বিপাশা বসু : বলিউড অভিনেত্রী। ২০০৭ সালে লিসবনে এক অনুষ্ঠানে ঘনিষ্ঠ ছবিতে ধরা দেন দুজন।
জেমা অ্যাটকিনসন : ইংলিশ অভিনেত্রী ও গ্ল্যামার মডেল। ম্যানচেস্টারে তাদের ঘনিষ্ঠতা নিয়ে তুমুল গুঞ্জন হয়েছিল।
প্যারিস হিলটন : ২০০৯ সালে রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার আনন্দে হলিউড তারকাকে নিয়ে লস অ্যাঞ্জেলেসে পার্টি করেছিলেন রোনালদো।
নেরেইদা গ্যালার্দো : স্প্যানিশ মডেল, আট মাসের সম্পর্ক। পরে রোনালদোকে নিয়ে আলোচনায় আসেন।
কিম কার্ডাশিয়ান : ২০১০ সালে মাদ্রিদ সফরে রোনালদোর সঙ্গে ডিনার ও ঘনিষ্ঠ হওয়ার গুঞ্জন ছড়ায়।
ইরিনা শায়েক : রুশ সুপারমডেল। প্রায় পাঁচ বছর ধরে (২০১০–১৪) রোনালদোর জীবনের সবচেয়ে আলোচিত প্রেমিকা। রোনালদো ‘বিশ্বাসঘাতকতা’ করেছে জানিয়ে সম্পর্ক ভেঙে যাওয়ার পর দুজনই থেকে যান সংবাদমাধ্যমের শিরোনামে।
লুসিয়া ভিল্লালোন : রিয়াল মাদ্রিদ টিভির এই সাংবাদিকের সঙ্গে নাম জড়ায় ২০১৫ সালে। তবে এই উপস্থাপিকা জানান কাজের খাতিরেই তার সঙ্গে দেখা হয় রোনালদোর।
দেজিরে কোরদেরো : ২০১৪ সালের মিস স্পেন। কয়েক মাস সম্পর্কে ছিলেন, পরে বিচ্ছেদ ঘটে।
বহু সম্পর্ক ও আলোচনার পর অবশেষে জর্জিনার সঙ্গেই থিতু হচ্ছেন রোনালদো। আল-নাসরের হয়ে খেলতে খেলতে সৌদি আরবেই একসঙ্গে বসবাস করছেন এই জুটি। চার সন্তানের জনক রোনালদোর জীবনে জর্জিনার উপস্থিতি এখন অনেকটাই স্থায়ী হয়ে উঠেছে।
১৪ দিন আগে শনিবার, সেপ্টেম্বর ৬, ২০২৫