একজন গোলরক্ষকের মূল দায়িত্ব হলো দলকে প্রতিপক্ষের আক্রমণ থেকে রক্ষা করে গোলবার অক্ষুণ্ন রাখা। তবে শুধু গোল রক্ষাই নয়, গোলরক্ষকরা কখনও কখনও গোল করিয়েও রেকর্ড গড়েন। এমনই এক অসাধারণ রেকর্ড গড়েছেন ম্যানচেস্টার সিটির ব্রাজিলিয়ান তারকা গোলরক্ষক এডারসন মোয়ারেস।
ইংলিশ প্রিমিয়ার লিগের ইতিহাসে গোলরক্ষক হিসেবে সর্বোচ্চ অ্যাসিস্ট করার রেকর্ড এখন এডারসনের দখলে। শনিবার
(১৫ ফেব্রুয়ারি) প্রিমিয়ার লিগের এক ম্যাচে নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে ম্যানচেস্টার সিটি ৪-০ গোলে জয়লাভ করে। এই ম্যাচে সিটির মিশরীয় ফরোয়ার্ড ওমর মারমুশ হ্যাটট্রিক করেন। তবে ম্যাচের অন্যতম আলোচিত বিষয় ছিল এডারসনের অ্যাসিস্ট।নিউক্যাসলের বিপক্ষে ম্যাচের ১৯তম মিনিটে মারমুশ প্রথম গোলটি করেন। এই গোলে মূল অবদান রাখেন এডারসন। তিনি নিজেদের বক্স থেকে বেশ দূর থেকে বলটি লম্বা পাসে মারেন প্রতিপক্ষের অর্ধেক মাঠে। সেই বলটি ধরে নিউক্যাসলের গোলরক্ষকের মাথার ওপর দিয়ে লব শটে গোল করেন মারমুশ। বলটি জালে জড়াতেই সিটির ডিফেন্ডাররা এডারসনের সঙ্গে আনন্দে মেতে ওঠেন। এই অ্যাসিস্টের মাধ্যমে এডারসন ইংলিশ প্রিমিয়ার লিগের ইতিহাসে গোলরক্ষক হিসেবে সর্বোচ্চ ষষ্ঠ অ্যাসিস্টের রেকর্ড গড়েন।
এর আগে এই রেকর্ডটি ছিল প্রাক্তন ইংলিশ গোলরক্ষক পল রবিনসনের নামে। তিনি প্রিমিয়ার লিগে মোট ৫টি অ্যাসিস্ট করেছিলেন। রবিনসন লিডস ইউনাইটেড, টটেনহ্যাম হটস্পার, ব্ল্যাকবার্ন রোভার্স এবং বার্নলির হয়ে খেলেছেন। এডারসন শুধু এই মৌসুমেই ৩টি অ্যাসিস্ট করেছেন এবং রবিনসনকে পেছনে ফেলে নতুন রেকর্ড গড়েছেন।
এডারসনের এই অ্যাসিস্ট শুধু একটি রেকর্ডই নয়, বরং এটি গোলরক্ষকদের ভূমিকা এবং দক্ষতার একটি নতুন মাত্রা যোগ করেছে। তিনি প্রমাণ করেছেন যে গোলরক্ষকরা শুধু গোল রক্ষা করেই নয়, বরং দলের আক্রমণাত্মক খেলাতেও গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারেন।
২ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫