কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের-(কুবি) বিজয় ২৪ হলে বিভিন্ন কক্ষের মোট চারজন শিক্ষার্থী থেকে মাদকদ্রব্য উদ্ধার করেছে হলের প্রশাসন।
মঙ্গলবার (৬ মে) রাত সাড়ে ১১ টায় বিজয় ২৪ হলের প্রভোস্ট মাহমুদুল হাসান খানের নেতৃত্বে একটি টিম অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্য উদ্ধার করেন।
খোঁজ নিয়ে জানা যায়, বিজয় ২৪ হল প্রভোস্টের একটি টিম কর্তৃক ৪০৫, ৫০৫, ৫১৬ নাম্বার কক্ষের
মোট চারজন শিক্ষার্থী থেকে বিভিন্ন মাদকদ্রব্য উদ্ধার করেছে। চার শিক্ষার্থীরা হলেন, সিএসই বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ওয়াসিফুল ইসলাম, একই ব্যাচের লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী আরিফ আশরাফ, ফার্মেসী বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাইফ হোসাইন জিদনী ও প্রত্নতত্ত্ব বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শাকিল খান।এ বিষয়ে বিজয় ২৪ হল প্রভোস্ট ড. মাহমুদুল হাসান খান বলেন, আমরা বিভিন্ন সময় হলের রুমগুলোতে অভিযান চালিয়ে থাকি। প্রক্টরিয়াল বডি ও গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে আজকে আমরা কয়েকটি রুমে অভিযান চালাই। অভিযানে ৪০৫, ৫০৫ ও ৫১৬ নাম্বার রুমের চারজন শিক্ষার্থীর কাছে মাদক তথা গাঁজা পাই।
এদের ব্যাপারে কী সিদ্ধান্ত নেওয়া হবে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আগামীকাল আমরা হল প্রশাসন বসবো। তারপর বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি বরাবর লিখিত অভিযোগ দিবো। সেখানে সংশ্লিষ্ট উর্ধতন কর্মকর্তারা বসে এদের বিষয়ে সিদ্ধান্ত নিবেন।
১ দিন আগে বৃহস্পতিবার, মে ৮, ২০২৫