Daily Bangladesh Mirror

ঢাকা, শনিবার, এপ্রিল ১৯, ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

শিক্ষা

কুবি বন্ধু'র ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

কুবি প্রতিনিধি:
৩ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫
# ফাইল ফটো




কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) রক্তদাতা 'বন্ধু' সংগঠনের নবম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।


 রবিবার (১৭ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ব্যাডমিন্টন কোর্ট থেকে একটা র্যালি বের হয়ে প্রদান ফটক প্রদক্ষিণ করে কোর্টে এসে   কেক কেটে এ উদযাপন করা হয়। 


বন্ধুর সভাপতি ওসমান গনির সভাপতিত্বে উপাচার্য অধ্যাপক ড. হায়দার আলী বলেন, আমি ষাট বছরেও রক্ত দিয়েছি। রক্ত

দিলে শরীরে কোন সমস্যা হয় না। বরং কোন রোগবালাই থাকলে তার দূর হয়ে যায়। আর যে ক্ষতি হয় তা শরীর ব্যালান্স করে নেয়। 


বিশেষ অতিথির বক্তব্যে উপ-উপাচার্য অধ্যাপক ড. মাসুদা কামাল বলেন, আমি তাদের সাথে রক্ত দিতে সংগঠনের সাথে একাগ্রতা পোষণ করতে চাই। 


বিশেষ অতিথির বক্তব্যে কোষাধ্যক্ষ অধ্যাপক ড মোহাম্মদ সোলাইমান বলেন, রক্তের মাধ্যমে আজ বাঁধন সারাদেশে পরিচিত। এই রক্তদাতা বন্ধু সংগঠন ও একদিন সারাদেশের আলোকবর্তিকা হয়ে উঠবে। এছাড়াও সংগঠনকে বন্ধু'র নামে একটা এপস, কম্পিউটার উপহার দেওয়ার জন্য উপাচার্যের প্রতি আহ্বান জানান। 


বন্ধুর সভাপতি ওসমান গনি বলেন, বিনামূল্যে রক্তদান এবং ব্যবস্থা করে দেয়া একটি মানবিক কাজ। ২০১৫ সাল থেকে এই মানবিক কাজটিই করে আসছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের একমাত্র স্বেচ্ছায় রক্তদাতা সংগঠন "বন্ধু"। সংগঠনটিতে কাজ করার ফলে সমাজের প্রতি শিক্ষার্থীদের মানবিক দায়বদ্ধতা পূরন হয়। এছাড়াও সাংগঠনিক সক্ষমতা বৃদ্ধি হয়।


এছাড়াও প্রতিষ্ঠাবাষিকী উপলক্ষ্যে রক্ত পরীক্ষা ক্যাম্পাইন, জরায়ু মুখের ক্যান্সার, হেপাটাইটিস বি এবং কুইজের আয়োজন করে বন্ধু সংগঠন।


অনুষ্ঠানে বন্ধু সংগঠনের মডারেটর ব্যবস্থপান শিক্ষা বিভাগের সহযোগী অধ্যাপক সাইদুল আল আমিন, বন্ধুর সাবেক সভাপতি আবদুল হিল মারুফসহ বিভিন্ন ডিপার্টমেন্টের শিক্ষক, শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

৩ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন