Daily Bangladesh Mirror

ঢাকা, বৃহস্পতিবার, মে ৮, ২০২৫, ২৫ বৈশাখ ১৪৩২

শিক্ষা

২০২৫ সালের শুরুতে কুবিতে দ্বিতীয় সমাবর্তনের আয়োজন: উপাচার্য

আব্দুল্লাহ আল মামুন, কুবি:
১৮ দিন আগে বৃহস্পতিবার, মে ৮, ২০২৫
# ফাইল ফটো




২০২৫ সালের শুরুতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ২য় বারের মতো সমাবর্তন আয়োজনের ঘোষণা দিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. হায়দার আলী। 


বুধবার (২০ নভেম্বর) সকালে ২০২৩-২৪ সেশনের শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এই ঘোষণা দেন তিনি।


এসময় তিনি আরও বলেন, আমরা ভেবেছি নতুন ক্যাম্পাসে গেলে সমাবর্তনের আয়োজন করবো। কিন্তু আমার এখন মনে হচ্ছে ক্যাম্পাসে

কাজ করার মতো অনেকে আছে। যাদেরকে নিয়ে কাজ করলে সমাবর্তন আয়োজন করা সম্ভব।  ইতোমধ্যে কয়েকটা ব্যাচ সমাবর্তনের বাকি রয়ে গেছে। জানুয়ারী বা ফেব্রুয়ারীর শুরুতে যাদের ফলাফল আসবে তাদেরকে সহ সমাবর্তন আয়োজন করবো আমরা। 


নবীন বরণ অনুষ্ঠানে এসময় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,  নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ইসমাইল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,  বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মাসুদা কামাল, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান, প্রক্টর অধ্যাপক ড. মো: আবদুল হাকিমসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা। 


১৮ দিন আগে বৃহস্পতিবার, মে ৮, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন