Daily Bangladesh Mirror

ঢাকা, সোমবার, ডিসেম্বর ১৫, ২০২৫, ১ পৌষ ১৪৩২

শিক্ষা

কুবির ভর্তি পরীক্ষায় আবেদন ৫৭ হাজার ছাড়াল, শেষ সময় ১৭ ডিসেম্বর

কুবি প্রতিনিধি:
৩ ঘন্টা আগে সোমবার, ডিসেম্বর ১৫, ২০২৫
# ফাইল ফটো



কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) স্নাতক (সম্মান) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় আবেদনকারীর সংখ্যা ৫৭ হাজার ছাড়িয়েছে। ভর্তি পরীক্ষা কমিটির তথ্যমতে, ১৮ দিনে বিভিন্ন ইউনিটে মোট ৫৭ হাজার ৬৫৫ জন শিক্ষার্থী আবেদন সম্পন্ন করেছেন। 


ভর্তি পরীক্ষার আবেদন প্রক্রিয়া আগামী ১৭ ডিসেম্বর রাত ১১টা ৫১ মিনিট পর্যন্ত চলবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।


সোমবার (১৫ ডিসেম্বর)

বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. তোফায়েল আহমেদ বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, সর্বশেষ তথ্য অনুযায়ী সোমবার দুপুর ২টা পর্যন্ত বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য এই তিন ইউনিটে মোট ৫৭ হাজার ৬৫৫ জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষার জন্য আবেদন করেছেন।


ইউনিটভিত্তিক আবেদনে, বিজ্ঞান শাখার শিক্ষার্থীদের জন্য নির্ধারিত ‘এ’ ইউনিটে আবেদন করেছেন ২৬ হাজার ৬৭৯ জন। মানবিক শাখার ‘বি’ ইউনিটে আবেদনকারীর সংখ্যা ২২ হাজার ৭৮৫ জন এবং বাণিজ্য শাখার ‘সি’ ইউনিটে আবেদন করেছেন ৭ হাজার ৯০১ জন শিক্ষার্থী।


ভর্তি পরীক্ষার সময়সূচি অনুযায়ী, আগামী ৩০ জানুয়ারি সকাল ১১টায় ‘এ’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরদিন ৩১ জানুয়ারি সকাল ১১টা থেকে ‘বি’ ইউনিটের পরীক্ষা এবং একই দিন বিকেল ৩টা থেকে ‘সি’ ইউনিটের পরীক্ষা গ্রহণ করা হবে।


আবেদন প্রক্রিয়া শেষ হলে ভর্তি পরীক্ষার আসন বণ্টন সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা বিষয়ক ওয়েবসাইটে প্রকাশ করা হবে বলে জানা গেছে।

৩ ঘন্টা আগে সোমবার, ডিসেম্বর ১৫, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন