কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) নারী শিক্ষার্থীদের সামাজিক মূল্যবোধ, শান্তি, নিরাপত্তা এবং অধিকার বিষয়ক সচেতনতা বৃদ্ধিকে উদ্দেশ্য করে গড়ে উঠা “পিস অ্যান্ড সেইফটি ক্যাফে" এর চড়ুইভাতি ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
আজ শুক্রবার (১৭ জানুয়ারি) সামাজিক বিজ্ঞান অনুষদের ৩০৭ নম্বর কক্ষে চড়ুইভাতির আয়োজন করা হয়।
চড়ুইভাতিতে উপস্থিত ছিলেন পিস
এন্ড সেইফটি ক্যাফের মডারেটর ও লোকপ্রশাসন বিভাগের সহোযোগী অধ্যাপক ড, জান্নাতুল ফেরদৌস, সংগঠনটির সাধারণ সম্পাদক মোঃ নাজিরুল হাসান বাইজিদসহ সংগঠনের অন্যান্য সদস্যরা। পাশাপাশি উপস্থিত ছিলেন সেইভ ইয়ুথ কুবি চ্যাপ্টারের সদস্যরা।এসময় ফটোগ্রাফি কন্টেস্টে বিজয়ী ৫জন এবং কুইজ প্রতিযোগিতায় বিজয়ী ৩ জনের মধ্যে পুরষ্কার বিতরণ করা হয়।
এই সংগঠনের মডারেটর ড. জান্নাতুল ফেরদৌস বলেন, এই আয়োজনটি সংগঠনের সদস্যদের মধ্যে হৃদ্যতাপূর্ণ সম্পর্ক গড়ে তোলার উদ্দেশ্যে করা হয়েছে। যেকোনো সংগঠনের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য সদস্যদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ ও সুন্দর সম্পর্ক থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা আশা করি এর মাধ্যমে আমাদের কার্যক্রম আরো গতিশীল হবে।
উল্লেখ্য, গত বছরের ১৮ নভেম্বর সংগঠনটি যাত্রা শুরু করে। যার মূল লক্ষ্য নারীদের সামাজিক মূল্যবোধ, শান্তি, নিরাপত্তা এবং অধিকার বিষয়ক সচেতনতা বৃদ্ধি করা।
১ দিন আগে রবিবার, এপ্রিল ২০, ২০২৫