কুমিল্লা জিলাস্কুল-২০০১ ব্যাচের রি-ইউনিয়ন অনুষ্ঠিত হয়েছে। এতে ওই ব্যাচের ১৯৬ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছে।
শুক্রবার (১২ এপ্রিল) সকাল ৮ টায় জিলা স্কুল প্রাঙ্গণে বন্ধুর আগমন শুরু হয়। সেখানে বন্ধুদের মাঝে টি-শার্ট, স্যুভেনির বিতরণ করা হয়। বন্ধুরা তখন সবার কুপন সংগ্রহ করে নেয়। এরপর ঈদ কোলাকুলি, বেশ খোশগল্প শুরু হয়।
সকাল সাড়ে ৯টায় জিলাস্কুলের প্রধান শিক্ষক মোঃ আবদুল হাফিজের
বেলা ১১ টায় স্কুল মাঠে খেলাধুলার আয়োজন করা হয়। বন্ধুরা ক্রিকেট খেলায় মত্ত হয়, যা ছিল উপভোগ্য। বন্ধুদের আড্ডা ও হৈচৈ-তে মুখরিত হয়ে উঠে কুমিল্লা জিলা প্রাঙ্গণ।
দুপুরে জুম্মার নামাজ শেষে প্রয়াত শিক্ষক ও বন্ধুদের জন্য দোয়ার আয়োজন করা হয়। দুপুর আড়াইটা থেকে বিকেল ৫টা পর্যন্ত শিক্ষক সম্মাননা, স্মৃতিচারণ ও আলোচনা অনুষ্ঠিত হয়।
সন্ধ্যা ৬ টায় কনসার্ট শুরু হয়। রাত ৮ টায় কনসার্ট শেষ হয়। জ্বালা জ্বালা মনজুড়েসহ ৯০ দশকের অসংখ্য গানে বন্ধুরা হারিয়ে যায় শৈশবস্মৃতিতে। রাত ৮ টায় আতশবাজির মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
এ প্রাণের মেলায় উপস্থিত ছিলেন ব্যাংকার ইলিয়াস আহমেদ ইমন, মোশাররফ হোসেন, প্রকৌশলী রাজিব, মহানগর ছাত্রলীগের আহ্বায়ক আজিজ সিহানুক, চিকিৎসক তৌহিদুর রহমান সজীব, চিকিৎসক হাসিব, চিকিৎসক কাউসার, হেলাল, ইবনে সিনা, আ ক ম রউফ আসিফ, মাহাদি হাসান, ব্যাংকার আব্দুল্লাহ আল মামুন, চিকিৎসক রিয়াজ, কাউছার, মুজাহিদ, নাভিন, সৌরভ, ফুয়াদ, রুবেল, দীপন, ওপেল, জামশেদ, জসিমসহ ওই ব্যাচের বন্ধুরা।
১০ দিন আগে মঙ্গলবার, জুলাই ২২, ২০২৫