কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ফেনী জেলা থেকে আগত শিক্ষার্থীদের আঞ্চলিক সংগঠন 'ফেনী স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব কুমিল্লা ইউনিভার্সিটি'র উদ্যোগে নবীনবরণ ও প্রবীণবিদায় সংবর্ধনা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে সংগঠনটির বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
ফাইন্যান্স
ও ব্যাংকিং বিভাগের ১৬তম আবর্তনের শিক্ষার্থী আব্দুল্লাহ আল সায়েমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলা বিভাগের অধ্যাপক ড. গোলাম মাওলা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাইন্যান্স ও ব্যাংকিং বিভাগের সহযোগী অধ্যাপক মঞ্জুরুল আলম মজুমদার, অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক আয়েশা আক্তার, পদার্থবিজ্ঞান বিভাগের প্রভাষক মো. আব্দুল মোমিন এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রভাষক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন চৌধুরী।প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. গোলাম মাওলা শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, "দেশ ও দেশের মাটিকে ভালোবাসতে হবে, নিজেকে ভবিষ্যতের জন্য দক্ষ করে গড়ে তুলতে হবে এবং সবসময় সৎ পথে চলতে হবে।"
বিশেষ অতিথির বক্তব্যে সহযোগী অধ্যাপক মঞ্জুরুল আলম মজুমদার শিক্ষার্থীদের ইংরেজিতে দক্ষতা অর্জনের ওপর গুরুত্বারোপ করেন এবং সিজিপিএ ভালো রাখার জন্য নিয়মিত পড়াশোনার আহ্বান জানান।
অনুষ্ঠানের শেষ পর্বে নবীন শিক্ষার্থীদের ক্রেস্ট দিয়ে বরণ করা হয় এবং প্রবীণ শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা প্রদান করা হয়।
২০ ঘন্টা আগে বৃহস্পতিবার, জানুয়ারী ১৫, ২০২৬
