Daily Bangladesh Mirror

ঢাকা, বুধবার, অক্টোবর ২২, ২০২৫, ৭ কার্তিক ১৪৩২

শিক্ষা

নেই সুমাইয়া, তবুও ফুল-খাতা-প্রশ্নপত্রে বেঁচে থাকবে তার স্মৃতি

কুবি প্রতিনিধি:
৮ দিন আগে বুধবার, অক্টোবর ২২, ২০২৫
# ফাইল ফটো



নেই সুমাইয়া, তবুও ফুল-খাতা-প্রশ্নপত্রে বেঁচে থাকবে তার স্মৃতি। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের তৃতীয় বর্ষের প্রথম সেমিস্টারের শেষ পরীক্ষায়ও সহপাঠীদের মনে অমলিন হয়ে থাকবেন সুমাইয়া আফরিন। বন্ধুদের চোখে জল, বুক ভরা শূন্যতা—তবুও তার খালি ডেস্কে থাকবে ফুল, খাতা আর প্রশ্নপত্র, যেন তিনি এখনো তাদের সঙ্গেই আছেন।


রবিবার (১৪ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হয় ওই সেমিস্টারের

শেষ পরীক্ষা। সেদিনও সহপাঠীরা বিশেষভাবে স্মরণ করেন সুমাইয়াকে।


জানা যায়, সুমাইয়া আফরিন (২৩) কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের ২০২১–২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। চলমান তৃতীয় বর্ষ প্রথম সেমিস্টারের তিনটি পরীক্ষায় অংশ নিয়েছিলেন তিনি। তবে শেষ পরীক্ষার দিনেই তাকে ছাড়াই বসতে হলো সহপাঠীদের।


লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী মুনিয়া আফরোজ বলেন, “সুমাইয়া আফরিনকে ছাড়াই শেষ পরীক্ষার মধ্যে দিয়ে আমাদের পঞ্চম সেমিস্টার শেষ করতে হচ্ছে। এই দুঃখের ভার ঠিক কতটা, তা শুধু আমাদেরই বোঝা সম্ভব। সে আমাদের মনে রয়ে যাবে অনন্তকাল।”


তিনি আরও জানান, পরীক্ষা চলাকালীন সুমাইয়ার স্মরণে তার ডেস্কে একটি ফুলের তোড়া, পরীক্ষার খাতা এবং প্রশ্নপত্র রাখার সিদ্ধান্ত নেন তারা। মুনিয়া বলেন, “বেঁচে থাকলে এই পরীক্ষার খাতাতেই সুমাইয়া লিখতো তার উত্তর। তারপর হয়তো স্বস্তি নিয়ে একটা নতুন শুরুর পরিকল্পনা করতো। তার আর নতুন শুরু হবে না। তবে তার সুষ্ঠু বিচার নিশ্চিত করতে পারলে কুমিল্লা বিশ্ববিদ্যালয় চাইলে একটি নতুন শুরু করতে পারে।”


লোক প্রশাসন বিভাগের আরেক শিক্ষার্থী ইসরাত জাহান বলেন, “সুমাইয়ার সাথে শেষবারের মতো পরীক্ষার হলে বসবো এমন আশাই ছিল আমাদের। কিন্তু সে নেই। তার খালি আসন আজ আমাদের চোখে পানি এনে দিয়েছে। আমরা শুধু চাই, তার প্রতি ন্যায়বিচার হোক।”


সহপাঠীরা জানান, সুমাইয়ার স্মৃতি শুধু এই পরীক্ষাতেই নয়, তাদের জীবনের প্রতিটি পদক্ষেপে অনুপ্রেরণা হয়ে থাকবে। তার প্রাণবন্ত উপস্থিতি আর নির্মল হাসি তারা কোনোদিন ভুলতে পারবেন না।


উল্লেখ্য, গত রবিবার (৭ সেপ্টেম্বর) কুমিল্লার খালিয়াজুড়িতে নিজ বাসায় সুমাইয়া আফরিন ও তার মা তাহমিনা আক্তার ফাতেমাকে শ্বাসরোধে হত্যা করা হয়।

৮ দিন আগে বুধবার, অক্টোবর ২২, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন