Daily Bangladesh Mirror

ঢাকা, বুধবার, অক্টোবর ২২, ২০২৫, ৭ কার্তিক ১৪৩২

শিক্ষা

সুমাইয়া আফরিন ও তার মা হত্যার ৪০ দিন : সহপাঠীদের দোয়া ও খাবার বিতরণ

কুবি প্রতিনিধি:
৪ দিন আগে বুধবার, অক্টোবর ২২, ২০২৫
# ফাইল ফটো



কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী সুমাইয়া আফরিন ও তার মা হত্যার ৪০ দিন উপলক্ষে দোয়া মাহফিল ও খাবার বিতরণের আয়োজন করেছে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন এসোসিয়েশন ও তার সহপাঠীরা।


শুক্রবার (১৭ অক্টোবর) জুমার নামাজের পর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সংলগ্ন একটি এতিমখানায় এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় সহপাঠীরা এতিম শিশুদের

মধ্যে খাবার বিতরণ করেন এবং নিহত সুমাইয়া আফরিন ও তার মায়ের রুহের মাগফিরাত কামনা করেন।


অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লোক প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ মাহিন উদ্দীন এবং পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন এসোসিয়েশনের এজিএস সোহান তালুকদার।


সহপাঠী নূর মোহাম্মদ সোহান বলেন, “সুমাইয়ার পরিবারে এখন তার ভাই ছাড়া আপন কেউ নেই। এখনো বিশ্বাস করতে পারছি না যে, সুমাইয়া আমাদের মাঝে নেই। সহপাঠী হিসেবে নিজেদের দায়বদ্ধতা থেকে আমরা এই দোয়ার আয়োজন করেছি।”


আরেক সহপাঠী মো. রাসেল মিয়া বলেন, “সুমাইয়া আফরিন আমাদের সহপাঠী ও প্রিয় বান্ধবী ছিল। তার এমন মর্মান্তিক মৃত্যু আমরা মেনে নিতে পারছি না। আমরা এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার চাই এবং আল্লাহর কাছে তার ও তার মায়ের জন্য জান্নাতুল ফেরদৌস কামনা করি।”


পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন এসোসিয়েশনের এজিএস সোহান তালুকদার বলেন, “সুমাইয়া আফরিন খুবই শান্ত, ভদ্র শিক্ষার্থী ছিল। সে সবার সঙ্গে আন্তরিক আচরণ করত এবং বিভাগের বিভিন্ন কার্যক্রমে নিয়মিত অংশ নিত। সহপাঠী ও বিভাগের পক্ষ থেকে আমরা আজকের দোয়া মাহফিলে অংশগ্রহণ করেছি, যেন আল্লাহ তায়ালা সুমাইয়া ও তার মাকে জান্নাতুল ফেরদৌস দান করেন এবং তাদের পরিবারের প্রতি ধৈর্য ও শক্তি দান করেন।”

৪ দিন আগে বুধবার, অক্টোবর ২২, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন