Daily Bangladesh Mirror

ঢাকা, সোমবার, সেপ্টেম্বর ৮, ২০২৫, ২৪ ভাদ্র ১৪৩২

শিক্ষা

বিশ্ববিদ্যালয়ের ফটকে 'কুকসু চাই' লেখনী, সমালোচনার ঝড়

কুবি প্রতিনিধি:
১০ দিন আগে সোমবার, সেপ্টেম্বর ৮, ২০২৫
# ফাইল ফটো



কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) প্রধান ফটকে বড় অক্ষরে স্প্রে করে লেখা হয়েছে “কুকসু চাই”। বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে এমন লেখনীকে ঘিরে শিক্ষার্থীদের মাঝে তৈরি হয়েছে তুমুল আলোচনা-সমালোচনা। কেউ এটিকে শিক্ষার্থীদের যৌক্তিক দাবির প্রতীক হিসেবে দেখছেন, আবার কেউ বিশ্ববিদ্যালয়ের সৌন্দর্যহানির অভিযোগ তুলেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও চলছে সমালোচনার ঝড়।


মঙ্গলবার (২৯

জুলাই) দুপুর দেড়টার দিকে কুবির মূল ফটকে “কুকসু চাই” লেখাটি অঙ্কন করেন বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী।


জানা যায়, কুমিল্লা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (কুকসু) নির্বাচন চেয়ে শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছেন। এ বিষয়ে ইতোমধ্যেই উপাচার্য বরাবর স্মারকলিপিও প্রদান করা হয়েছে, তবে প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি বলে শিক্ষার্থীদের অভিযোগ।


এই ধরনের দেয়াল লেখনীকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ কেউ প্রশ্ন তুলেছেন, এভাবে সৌন্দর্যহানি করে কি দাবি আদায় করা যায়?


শিক্ষার্থী মাহমুদুর রহমান বলেন, “আমরাও কুকসু চাই। কিন্তু ফটক নষ্ট করে দাবি আদায় করতে হবে? যারা সৌন্দর্য নষ্ট করেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক।”


অন্যদিকে শিক্ষার্থী আজম তাজওয়ার মন্তব্য করেন, “কুকসু নির্বাচন সকল শিক্ষার্থীর দাবি। কিন্তু প্রশ্ন হলো, এটা দাবি তোলার পদ্ধতি না বিতর্ক তৈরি করার কৌশল? বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক আমাদের গর্ব, সেটা নষ্ট করলো কারা?”


শিক্ষার্থী সাইফুল তাওহীদ সামাজিক যোগাযোগমাধ্যমে লেখেন, “এর আগেও ছাত্রলীগের এক নেতা গেইটে পোস্টার লাগিয়ে সৌন্দর্যহানি করেছিলেন, পরে তা সরানো হয়। শিক্ষা নেওয়ার দরকার ছিল। প্রধান ফটকটা আমাদের সবার, প্রতিদিন শত শত মানুষ প্রথমে এই গেইটটি দেখে। চাইলে অন্য কোনো দেয়ালে লেখা যেত। যারা এটা করেছেন, দয়া করে নিজেরা মুছে ফেলুন।”


দেয়াল লেখনীতে অংশগ্রহণকারী শিক্ষার্থী মো. নাঈম ভূঁইয়া বলেন, “আমরা বারবার প্রশাসনের কাছে কুকসু নির্বাচনের দাবি জানিয়েছি। কিন্তু কাজের কাজ কিছু হয়নি। সকল শিক্ষার্থীদের বার্তা দিতে ফটকে এই অঙ্কন করেছি। আগামীকাল নিজ দায়িত্বে এটি মুছে ফেলব।”


এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. আব্দুল হাকিম বলেন, “কুকসু নির্বাচন শিক্ষার্থীদের যৌক্তিক দাবি। আমরা শিগগিরই একটি কমিটি গঠন করবো, যারা দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের নির্বাচন ব্যবস্থা পর্যালোচনা করে একটি রোডম্যাপ তৈরি করবে।”

১০ দিন আগে সোমবার, সেপ্টেম্বর ৮, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন