যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা 'সোচ্চার টর্চার ওয়াচডগ বাংলাদেশ' এর স্টুডেন্ট ক্লাব 'সোচ্চার স্টুডেন্টস নেটওয়ার্ক' এর নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসাবে নির্বাচিত হয়েছেন অর্থনীতি বিভাগের নাইমুর রহমান এবং সেক্রেটারি হিসাবে নির্বাচিত হয়েছেন ফার্মেসি বিভাগের সোহানুল ইসলাম।
সোমবার (৯ ডিসেম্বর) বাংলাদেশ সময় রাত ৯টায় ভার্চুয়াল প্ল্যাটফর্মে
একটি অনুষ্ঠানের মাধ্যমে ক্লাবের নতুন কমিটি গঠন করা হয়। প্রতিষ্ঠানের মিডিয়া ও পাবলিকেশন ডিরেক্টর শফিকুল ইসলাম মাহফুজ সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।কমিটির সহ-সভাপতি হিসাবে নির্বাচিত হয়েছেন বাংলা বিভাগের সোহাগ মিয়া।
"সোচ্চার স্টুডেন্টস নেটওয়ার্ক" এর মূল লক্ষ্য হলো ক্যাম্পাসে মানবাধিকার কার্যক্রম পরিচালনা করা, নির্যাতনের ঘটনাগুলো ডকুমেন্ট করা এবং নিরাপদ ক্যাম্পাস গড়ে তুলতে অ্যাডভোকেসি করা।
অনলাইন অনুষ্ঠানে উপস্থিত বক্তারা শিক্ষার্থীদের জন্য নির্যাতনমুক্ত শিক্ষার পরিবেশ গড়ে তোলার জন্য সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার করেন। নবনির্বাচিত কমিটির নেতারা এই উদ্যোগে নেতৃত্ব দিতে বিশেষভাবে অনুপ্রাণিত বলে জানান।
অনলাইন অনুষ্ঠানে প্রতিষ্ঠানের মিডিয়া ও পাবলিকেশন ডিরেক্টর শফিকুল ইসলাম মাহফুজ বলেন, "শিক্ষার্থীদের মধ্যে মানবাধিকার সচেতনতা তৈরি এবং নির্যাতনমুক্ত সমাজ গঠনে 'সোচ্চার স্টুডেন্টস নেটওয়ার্ক' গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ক্লাবের নতুন কমিটি এই লক্ষ্য অর্জনে তাদের কার্যক্রম পরিচালনা করবে।"
আগামী এক বছরের জন্য এই কমিটি দায়িত্ব পালন করবেন।
১০ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫