Daily Bangladesh Mirror

ঢাকা, বুধবার, অক্টোবর ২২, ২০২৫, ৭ কার্তিক ১৪৩২

শিক্ষা

কাল থেকে কুবিতে পরীক্ষামূলকভাবে চলবে দুইতলা বাস

কুবি প্রতিনিধি:
২ দিন আগে বুধবার, অক্টোবর ২২, ২০২৫
# ফাইল ফটো



কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) আগামীকাল থেকে পরীক্ষা মূলকভাবে ২টি ডাবল ডেকার বাস চলাচল শুরু করবে।




শনিবার (২০ সেপ্টেম্বর) পরিবহন পুলের সহকারী রেজিস্ট্রার মো. মোশাররফ হোসেন ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেন।



জানা যায়, সকাল শিফটে সকাল ৮টা ১৫ মিনিটে ঈদগাহ থেকে ফৌজদারি, পুলিশ লাইন হয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের উদ্দেশ্যে ছাড়বে এবং বিকেল শিফটে ক্যাম্পাস

থেকে কান্দিরপাড়গামী যাত্রা করবে।



এ বিষয়ে পরিবহন পুলের সহকারী রেজিস্ট্রার মো. মোশাররফ হোসেন ভূঁইয়া বলেন, “আগামীকাল থেকে পরীক্ষা মূলকভাবে দুটি ডাবল ডেকার বাস চলবে। আপাতত সকাল ও বিকেল দুটি শিফটে চালু রাখা হবে। সফলভাবে পরিচালিত হলে শিক্ষার্থীদের চাহিদা অনুযায়ী পরবর্তী সময়ে সিডিউল বাড়ানো হবে। এতে আমাদের পক্ষ থেকে কোনো সমস্যা নেই।”

২ দিন আগে বুধবার, অক্টোবর ২২, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন