মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) রসায়ন বিভাগের ৬ষ্ঠ, ৭ম ও ৮ম ব্যাচের বিদায় ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। ১৭ ই জুলাই বৃহস্পতিবার বিভাগের সেমিনার কক্ষে আয়োজিত এই বর্ণিল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভাগের শিক্ষকবৃন্দ, বিদায়ী ও বর্তমান শিক্ষার্থীরা।
আয়োজনের শুরুতে কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান উদ্বোধন করা হয়। এরপর বিদায়ী
শিক্ষার্থীদের সম্মানে এক সংক্ষিপ্ত আলোচনা ও ক্রেস্ট প্রদান পর্ব অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন বিভাগের সম্মানিত শিক্ষকরা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. মোহাম্মদ খাদেমুল ইসলাম।তিনি বলেন, “প্রতিটি শিক্ষার্থীর অর্জন রসায়ন বিভাগের গৌরব। বিশ্ববিদ্যালয়জীবনের শিক্ষা ও অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে তারা যেন ভবিষ্যতে সমাজ ও জাতির কল্যাণে ভূমিকা রাখতে পারে—এই আমাদের প্রত্যাশা।”
অনুষ্ঠানে শিক্ষার্থীরা তাদের স্মৃতির ঝাঁপি খুলে ধরে আবেগঘন বক্তব্য উপস্থাপন করেন। বিদায়ী ব্যাচের শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন শিক্ষকবৃন্দ।
এরপর শুরু হয় সাংস্কৃতিক সন্ধ্যা। গান, নৃত্য, আবৃত্তি, নাটিকা, কৌতুক ও ফ্যাশন শোতে মুখরিত হয়ে ওঠে পুরো মিলনায়তন। শিক্ষার্থীদের উচ্ছ্বসিত অংশগ্রহণ এবং বিভাগের বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীদের পরিবেশনা দর্শকদের মাতিয়ে তোলে।এছাড়াও অনুষ্ঠানে প্রেমে ব্যর্থতা,হতাশা থেকে আত্মহত্যা পথ বেঁছে নিতে চাওয়া এক শিক্ষার্থীদের জীবন এবং তাদের হতাশা দূর করতে বিশ্ববিদ্যালয় কি ভূমিকা রাখা উচিত তা নিয়ে বিশেষ শিক্ষণীয় ছোট নাটক ও উপস্থাপন করা হয়।
সবশেষে কেক কাটা ও ফটোসেশনের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।এ আয়োজনটি ছিল আবেগ, ভালোবাসা, স্মৃতি আর সৃষ্টির এক অনন্য মিলনমেলা।
২ দিন আগে রবিবার, জুলাই ২০, ২০২৫