Daily Bangladesh Mirror

ঢাকা, শনিবার, ডিসেম্বর ১৩, ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২

শিক্ষা

ভারত যাদের বন্ধু, তাদের শত্রুর প্রয়োজন হয় না: হান্নান রাহিম

কুবি প্রতিনিধি:
১৫ ঘন্টা আগে শনিবার, ডিসেম্বর ১৩, ২০২৫
# ফাইল ফটো



“ভারত বাংলাদেশের বন্ধু কখনো হতে পারে না। একটা কথাই আছে ভারত যাদের বন্ধু, তাদের শত্রুর প্রয়োজন হয় না।” রাজধানীর বিজয়নগরে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর সশস্ত্র হামলার প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ মিছিলে এসব কথা বলেন ইনকিলাব মঞ্চ কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক মো. হান্নান রাহিম।


শুক্রবার (১২ ডিসেম্বর)

অনুষ্ঠিত এ বিক্ষোভ মিছিলে তিনি বলেন, “হাদি ভাই আমাদের জুলাইয়ের অন্যতম প্রতীক, প্রকৃত জুলাই যোদ্ধা। ভারতীয় সাম্রাজ্যবাদ, আধিপত্যবাদ ও সাংস্কৃতিক আগ্রাসনের বিরুদ্ধে সবসময় সোচ্চার ছিলেন তিনি। আমরা দেখেছি ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে কথা বলায় আবরার ফাহাদকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। রাষ্ট্রপতি জিয়াউর রহমানও ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন। তাকেও ভারতীয় চর-গুপ্তচররা হত্যা করেছে। মুখ বন্ধ করে দিতে চেয়েছিল বাংলাদেশের অগ্রযাত্রাকে। ভারত কখনোই বাংলাদেশের বন্ধু হতে পারে না।”


হান্নান রাহিম অভিযোগ করে বলেন, “৫ আগস্টের পর থেকে ভারত বারবার আওয়ামী লীগকে পুশ করার চেষ্টা করছে। কিন্তু যখন দেখল তফসিল ঘোষণা হয়ে গেছে, অন্তর্বর্তীকালীন সরকারের অংশ হিসেবে আওয়ামী লীগকে জায়গা দেওয়া হচ্ছে না, তখনই তারা দেশপ্রেমিক মানুষদের, জুলাই যোদ্ধাদের একে একে টার্গেট করছে। বিভিন্ন জায়গায় হত্যাচেষ্টা হয়েছে, হামলা হয়েছে। হাসনাত ভাইয়ের ওপরও হামলার চেষ্টা হয়েছে; কিন্তু কোনো বিচার হয়নি। এসব ঘটনার বিচার হলে আজ হাদি ভাইয়ের ওপর হামলা ঘটত না।”



কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উদাহরণ টেনে তিনি বলেন, “৫ আগস্টের পরে সন্ত্রাসীরা বুক ফুলিয়ে কুবির মাটিতেই হামলা-হিংসা চালিয়েছে। প্রশাসন তাদের ইন্ধন দিয়েছে। আজও দেখা যাচ্ছে, আওয়ামী লীগের সন্ত্রাসীরা মাথা চাড়া দিয়ে হাঁটছে। প্রশাসন এখনও তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ। এখনো সময় আছে। কুবির সব আওয়ামী সন্ত্রাসীকে দ্রুত বিচারের আওতায় আনতে হবে। আর আমরা আল্টিমেটাম দিচ্ছি, পরবর্তী ১২ ঘণ্টার মধ্যে হাদি ভাইয়ের ওপর হামলাকারীদের আইনের আওতায় আনতে হবে।”


ইন্টারিম সরকারের কঠোর সমালোচনা করেন তিনি। তিনি বলেন, “৫ আগস্টের পরে অনেক অস্ত্রকে অবৈধ ঘোষণা করা হলেও সেগুলো এখনও বাজেয়াপ্ত করা হয়নি। এটি ইন্টারিম সরকারের ভয়াবহ ব্যর্থতা। দ্রুত অবৈধ অস্ত্র উদ্ধার করুন, সন্ত্রাসীদের গ্রেপ্তার করুন এবং একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করুন। তারপর বাই বাই টাটা করে চলে যান।” তিনি আরও বলেন, “বিভিন্ন আসনে যারা প্রার্থী হয়েছেন, তাদের নিরাপত্তা নিশ্চিত করুন। দেশের প্রতিটি মানুষের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের দায়িত্ব।”


হাদির দ্রুত সুস্থতার কামনা হান্নান রাহিম বলেন, “আমাদের হাদি ভাই জুলাইয়ের অন্যতম প্রতীক। তিনি দ্রুত সুস্থ হয়ে আবার মাইক হাতে নিয়ে জনগণের পাশে দাঁড়াবেন এমন আশা করি।"

১৫ ঘন্টা আগে শনিবার, ডিসেম্বর ১৩, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন