Daily Bangladesh Mirror

ঢাকা, শনিবার, এপ্রিল ১৯, ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

বিশ্ব

সৌদি আরবে ২৩ হাজার বিদেশি অভিবাসী গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট:
২০ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫
# ফাইল ফটো




সৌদি আরবে আইন ভঙ্গের অভিযোগে ২৩ হাজার বিদেশি অভিবাসী গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। সৌদি প্রেস এজেন্সির তথ্য অনুযায়ী, এসব অভিবাসীর বিরুদ্ধে অবৈধভাবে অবস্থান, কাজ এবং সীমান্ত আইন ভঙ্গের অভিযোগ আনা হয়েছে।


সরকারি পরিসংখ্যান অনুযায়ী, আবাসন আইন লঙ্ঘনের জন্য ১৩ হাজার ৮৩ জন, সীমান্ত নিরাপত্তা আইন ভঙ্গের জন্য ৬ হাজার ২১০ জন এবং শ্রম আইন লঙ্ঘনের কারণে ৩ হাজার ৯০১

জনকে গ্রেপ্তার করা হয়েছে। গত ১৯ থেকে ২৫ ডিসেম্বর পর্যন্ত বিভিন্ন এলাকায় চালানো অভিযানে এই গ্রেপ্তারকৃতদের আটক করা হয়।


প্রতিবেদনে আরও জানানো হয়েছে, সৌদি আরবে অবৈধভাবে প্রবেশের অভিযোগে ১ হাজার ৫৩৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে ৫৭ শতাংশ ইথিওপিয়ার, ৪১ শতাংশ ইয়েমেনের এবং বাকি ২ শতাংশ অন্যান্য দেশের নাগরিক।


এছাড়া আবাসন ও কর্মসংস্থান আইন লঙ্ঘনকারীদের সহায়তা করার অভিযোগে সৌদিতে বসবাসরত ২৩ জন ব্যক্তিকেও গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে ৩১ হাজার ১৩৯ জন প্রবাসীর বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। এর মধ্যে ২৮ হাজার ৬০৫ জন পুরুষ এবং ২ হাজার ৫৩৪ জন নারী অন্তর্ভুক্ত।

২০ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন